পুরুষ দলের মতো ব্রাজিলের মহিলা দলও অলিম্পিকের স্বর্ণ পদক জিততে পারেনি। আর কখনো অলিম্পিকে খেলার সুযোগ হয়নি ইংল্যান্ড মহিলা দলের। যদিও ২৭ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে মাঠে গড়াবে প্রতিযোগিতা। এর আগেই পদক জয়ের অভিযানে নেমেছে বিভিন্ন দেশের মহিলা ফুটবল দলগুলো। নিজেদের উদ্বোধনী ম্যাচে জিতেছে ব্রাজিল ও স্বাগতিক ইংল্যান্ড।
আয়োজকদের সুখবর দিয়েছে ইংলিশ মহিলা ফুটবল দল। প্রথম বারের মতো অলিম্পিকে খেলতে নেমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে তারা। কার্ডিফ মিলেনিয়াম স্টেডিয়ামে প্রথমার্ধে গোল করতে পারেনি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বিরতির পর ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৪ মিনিটে ফ্রিকিক থেকে গোল করেন স্টেফানি হগটন। বাকি সময় গোল হয়নি।
এদিকে একই ভেন্যুতে মার্তার জোড়া গোলে ব্রাজিল ৫-০ ব্যবধানে জিতেছে ক্যামেরুনের বিপক্ষে। ১০ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন ফ্রান্সিয়েল। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রেনাতা কোস্তা। বিরতির পর আরও তিনটি গোল করে ব্রাজিল। দুটি গোল করেন মার্তা (৭৩ ও ৮০ মি:)। বাকি গোলটি ক্রিস্টিয়ানের (৮০মি:)। গত দুই অলিম্পিকে রৌপ্য পদক জিতলেও কখনো স্বর্ণ জেতেনি তারা।
এছাড়া জয় দিয়ে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও বিশ্বচ্যাম্পিয়ন জাপান। যুক্তরাষ্ট্র ৪-২ গোলে ফ্রান্সকে এবং জাপান ২-১ ব্যবধানে হারিয়েছে কানাডাকে।