ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলবেন সুনীল নারিন। আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে প্রতিযোগিতা।
গত বছর ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার। এ বছর আইপিএলে কলকাতার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন সুনীল। ২৪টি উইকেট নিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। প্রথম বারের মতো দলকে আইপিএলের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডানহাতি এই বোলার।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগে ব্রাভো চেন্নাই সুপার কিংস এবং পোলার্ড খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আগের মৌসুমে এই দুইজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সুবাদে ক্ষতিপূরণ হিসেবে ১.১ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছিলো ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো । যদিও প্রতিযোগিতার গ্রুপ পর্বে বাদ পড়ে ক্লাবটি।