এনআইডি প্রদর্শন বাধ্যতামূলক নয়: নির্বাচন কমিশন

এনআইডি প্রদর্শন বাধ্যতামূলক নয়: নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন করে বা এর অনুলিপির মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, বিভিন্ন সংস্থা এবং দফতরের সেবা বিষয়ক কোনো কাজের ক্ষেত্রে বাধ্যতামূলক করা যাবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার এক চিঠির মাধ্যমে অর্থ মন্ত্রণালয়কে এ অভিমত জানায় নির্বাচন কমিশন।

সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আইনের নানা দিক ব্যাখ্যাসহ এ বিষয়ে তাদের অভিমত জানায়।

এর আগে আইনমন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে জানায়, আইন অনুসারে সাধারণত দেশের সব নাগরিককে এনআইডি না দেওয়া পর্যন্ত এর ব্যবহার বাধ্যতামূলক করা যায় না।

আইন মন্ত্রণালয়ের এ মতামত নির্বাচন কমিশনকে জানানো হলে, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন গত ১১ জুলাইয়ের বৈঠক করে। সে বৈঠকেও একই মত গ্রহণ করে তারা এবং তা অর্থ মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সে সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন অর্থ মন্ত্রণালয়কে মঙ্গলবার চিঠির মাধ্যমে তাদের অভিমত জানিয়ে দেয়।

এতে তারা উল্লেখ করে, ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০-’এর ধারা ১১(১)-এর শর্ত অনুযায়ী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ যে মতামত প্রদান করেছে তার সঙ্গে নির্বাচন কমিশনও একমত।

বাংলাদেশ