বিরোধীদল উন্নয়ন ব্যাহত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -প্রতিমন্ত্রী নানক

বিরোধীদল উন্নয়ন ব্যাহত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -প্রতিমন্ত্রী নানক

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিরোধী দল বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ব্যাহত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তারা ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন না করে ব্যাগ ভর্তি কোটি কোটি ডলার বিদেশে পাচার করে আজ লন্ডন-আমেরিকায় বসে বিলাশ বহুল জীবনযাপন করছে।। বিএনপি-জামায়াত গ্রেনেড হামলা ও যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের নানা কৌশল করছে। তারা গনতন্ত্রের বিরুদ্ধেও ষড়যন্ত্রে লিপ্ত।

বগুড়ার ধুনটের নিমগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। সরকার শিক্ষার উন্নয়নে নতুন শিক্ষানীতি ঘোষনা করেছে। যা সারা বিশ্বে সমাদৃত। বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারী করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পাঠ্য বই দেওয়া হচ্ছে।

সারা দেশে বিদ্যুতের চাহিদা পূরনে কাজ চলছে।

বুধবার বিকেলে বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের বাঙ্গালী নদীর উপর ৭ কোটি ৪ লক্ষ টাকা ব্যায়ে নবনির্মিত ২৮৬.৬৬ মিটার দীর্ঘ গার্ডার ব্রীজের উদ্বোধনী অনুষ্ঠান ও জনসভায় তিনি উপরোক্ত কথা বলেন। উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারন সম্পাদক ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারন সম্পাদক ও পৌর মেয়র এজিএম বাদশা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই খোকন, নাজনীন নাহার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন আলম, আ’লীগ নেতা প্রভাষক ফরিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান আনসারী প্রমূখ।

 

বিনোদন