এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. হায়দার আলী

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. হায়দার আলী

ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ লাভ করেছেন।

এর পূর্বে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এর দায়িত্ব পালন করছিলেন। তাছাড়া তিনি এক্সিম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান ও শাখা ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ড. মোহাম্মদ হায়দার আলী ১৯৮৪ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং জীবনের সূচনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি এবং লন্ডন ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যান্ড রিসার্চ থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোম্যাড অ্যাসোসিয়েট।

ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, লন্ডন থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন এবং একই ইনস্টিটিউট এর তিনি একজন অ্যাসোসিয়েট ফেলো।

দেশের শীর্ষ দৈনিকসমূহে ব্যাংকিং বিষয়ে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হয়েছে। তাছাড়া ব্যাংকিং বিষয়ে তিনি কয়েকটি মূল্যবান বই লিখেছেন। ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করতে আমেরিকা, বৃটেন, মালয়েশিয়া, ফিলিপাইন, হংকং এবং ভারত ছাড়াও পর্তুগাল, সিংগাপুর, থাইল্যান্ড, ফ্রান্স, জার্মানি, কাতার, দুবাই এবং সৌদী আরব ভ্রমণ করেন।

এক্সিম ব্যাংকে বিশেষ অবদান রাখার জন্য তাকে তিনবার গোল্ডমেডেল প্রদান করা হয়। এ ছাড়াও ইসলামি ব্যাংকিংয়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে বিভিন্ন পদকে ভূষিত করে।

ড. হায়দার আলী মিয়া ১৯৫৭ সালে মানিকগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

অর্থ বাণিজ্য