মুহিতের আশা বিশ্বব্যাংক সিদ্ধান্ত পুর্নবিবেচনা করবে

মুহিতের আশা বিশ্বব্যাংক সিদ্ধান্ত পুর্নবিবেচনা করবে

পদ্মাসেতুতে অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংক সিদ্ধান্তটি পুর্নবিবেচনা করবে এবং আমাদের যে অপবাদ দেওয়া হয়েছে তার দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার বিকেলে এক বিবৃতিতে অর্থমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, পদ্মাসেতু প্রকল্পের কাজ এ বছরই শুরু করা হবে এবং আমরা নিশ্চিত করতে চাই- পদ্মাসেতু প্রকল্পে কোনো ধরণের দুর্নীতি হবে না।

তিনি বলেন, বিশ্বব্যাংক তার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই আমরা অন্য তিনটি উন্নয়ন সহযোগীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।

ইসলামি উন্নয়ন ব্যাংকিএরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নে গভীরভাবে আগ্রহী। জাইকাও এ বিষেয়ে আমাদের সঙ্গে সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

অর্থ বাণিজ্য