পদ্মাসেতু নিয়ে ভবিষ্যতে কোনো জটিলতা থাকবে না বলে মনে করেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের।
পদ্মাসেতুর জট কাটবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘পদ্মাসেতুর জট কেটে যাচ্ছে। এ নিয়ে সৃষ্ট জটিলতা সামনে আর থাকবে না।। পদ্মাসেতু কে করবে তার ‘শেপ’ নিচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে।’’
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার জয়নুল গ্যালারিতে সীমা ইসলামের দ্বিতীয় একক ‘ট্রু কালারস’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনিএ কথা বলেন ।
তিনি বলেন, ‘‘কোনো সরকার সৃজনশীল কোনো উদ্যোগ নিলে পরবর্তী সরকার তা আবার পরিত্যক্ত ঘোষণা করেন। আমাদের দেশে অনেক সৃজনশীল মানুষ রয়েছেন যাদের সেইরূপভাবে সহায়তা করা হয় না।’’
রাস্তায় রাস্তায় ডিজিটাল ছবি লাগানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘‘আমাদের দেশের নদী, চারুকলা পরিবেশসহ নানা জিনিস দখল হয়ে গেছে। আমাদের দেওয়ালগুলো দখল হয়ে গেছে এবং তাতে অশ্লীল কথা লেখা থাকে। আর আমাদের রাস্তায় কোনো সচেতনতামূলক ডিজিটাল কিছুই লাগানো যায় না।“
মন্ত্রী বলেন, “ডিজিটাল ছবি, ফেস্টুন বা ব্যানারে সব দখল হয়ে গেছে। রাস্তায় রাজনৈতিক নেতাদের সুন্দর ডিজিটাল ছবি দেখা যায়। যাদের চেহারায় একরূপ আর বাস্তবে আরেক রূপ। এদের তো বাস্তবের নায়ক রূপে দেখিনি। লোকে এই ডিজিটাল সুন্দর মুখ, ফেস্টুন বা ব্যানার দেখে ভোট দেবে না।“
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হক মো. মতলব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, অধ্যাপক শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, এইচ.এন. এস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।