বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। তবে বাড়েনি সুস্থতার সংখ্যা।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আট হাজার ১৮৩ জন। এর আগে মৃত্যু হয়েছিল আট হাজার ৬৫২ জন।

এছাড়া নতুন করে করোনা শনাক্তের সংখ্যা ৫ লাখের নিচে নেমে হয়েছে চার লাখ ৯০ হাজার ৫২৬ জন। এর আগের দিন ছয় লাখ ৩৯ হাজার ৮৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।

রোববার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৪০৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৬৭ হাজার ৯২৬ জন।

বাংলাদেশ শীর্ষ খবর