গ্রিন ডেল্টা প্রিমিয়ার ব্যাংক হকিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে শিরোপার আরও কাছে মোহামেডান। পাকিস্তানি ফরোয়ার্ড কাসিফ আলীর হ্যাট্রিকও রুখতে পারেনি সাদা-কালোদের। মো. নান্নু, টিংকু তাজউদ্দিন, মামুনুর রহমান চয়ন ও রাসেল মাহমুদ জিমির গোলে কোচ গেরহার্ড পিটারের দল ৪-৩ ব্যবধান হারায় আবাহনীকে। এ জয়ে চিরপ্রতিন্দ্বন্দ্বী শিবির থেকে পরিষ্কার ছয় পয়েন্ট এগিয়ে মোহামেডান।
ঊষার কাছে হেরে মোহামেডানের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে ছিলো আবাহনী। এবার সাদাকালোদের সঙ্গে হেরে আরও পিছিয়ে পড়লো ধানমন্ডির এই ক্লাবটি। লিগের প্রথম পর্ব শেষে ১০ ম্যাচের সবকয়টিতে জিতে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইলো কোচ গেরহার্ড পিটারের শিষ্যরা। সমান সংখ্যক ম্যাচ খেলে এক হারে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ঊষা। আর দুই ম্যাচ হেরে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আবাহনী। প্রথম পর্ব থেকে মোহামেডানের চেয়ে ছয় পয়েন্ট পেছনে রয়েছে তারা। সুপার ফাইভে আগেই জায়গা করে নিলেও শিরোপা রেস থেকে ছিটকে পড়েছে আবাহনী।
প্রথম পর্বে একমাত্র অপরাজিত দল মোহামেডান যে লিগ শিরোপা জিততে চলেছে খেলা শেষে মেনে নিলেন আবাহনী কোচ মাহবুব হারুনও। বললেন, ‘অলৌকিক কিছু না হলে আবাহনীর শিরোপা সম্ভাবনা নেই। আমরা ৬ পয়েন্ট পেছনে। আর সম্ভব নয়। তবে সুপার ফাইভ পর্বে ঊষা যদি মোহামেডানকে হারাতে পারে আর আমরা যদি সবকয়টি জিততে পারি তাহলে কিছুটা সম্ভাবনা রয়েছে। ’
আবাহনী- মোহামেডান ম্যাচ মানেই উত্তেজনা। ব্যতিক্রম হয়নি এই ম্যাচে। সঙ্গে দুর্বল আম্পায়ারিং মিলিয়ে কয়েকদফা উত্তেজনার পারদ চড়েছে। বিতর্কিত গোল নিয়ে খেলাও বন্ধ থাকলো ২০-২২ মিনিট। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো আবাহনী। খেলার ১৪ মিনিটে দলকে গোল এনে নেন কাসিফ। ইকবাল নাদির প্রিন্সের পেনাল্টি কর্নার পুশে হিট করে গোল করেন তিনি। ২৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নান্নুর ড্রাগে বল প্রতিপক্ষের কাসিফ আলীর স্টিকে লেগে জালে আশ্রয় নেয়। আম্পায়ার গোলের বাঁশি বাজান। শুরু হয় হট্টগোল। আবাহনীর মতে বক্সের বাইরে থেকে হিট করেন নান্নু। মোহামেডানের মতে বক্সের ভেতর থেকে। এ নিয়ে খেলা বন্ধ থাকে প্রায় ২০ মিনিট। অবশেষে আম্পায়ারের গোলের সিদ্ধান্ত বহাল থাকে (১-১)। ৩০ মিনিটে পেনাল্টি কর্নারে মুসার পুশে গোল করতে ব্যর্থ হন কাসিফ। ৩২ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। বাম প্রান্ত দিয়ে জিমির পাসে গোল করেন টিংকু তাজউদ্দিন। ২-১ গোলে এগিয়ে যায় সাদা-কালোরা।
বিরতির পর আবারও আধিপত্য বিস্তার করে আবাহনী। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কাসিফের হিট মোহামেডানের মানিকের পায়ে লাগে। এবার পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন কাসিফ (২-২)। ৬০ মিনিটে সেই কাসিফ পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করলে আবাহনী ৩-২ গোলে এগিয়ে যায়। জয় প্রায় আবাহনীর মুঠোতে এমন সময় পেনাল্টি কর্নার থেকে মোহামেডানকে সমতায় ফেরান পিসি স্পেশালিস্ট চয়ন। ৬৫ মিনিটে তারেক আজিজের পুশে চয়ন স্কুপ করলে ম্যাচে ৩-৩ গোলে সমতায় ফেরে সাদা-কালোরা। তিন মিনিট পর ৬৮ মিনিটে জিমির ফিল্ড গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।
পরাজয়ের কারণ জানতে চাইলে আবাহনী কোচ মাহবুব হারুন বলেন, ‘ম্যাচে ৩-২ গোলে এগিয়ে থাকার পর অনেকটা রক্ষণাত্মক খেলতে থাকে ছেলেরা। শেষ কয়েকটি মিনিট খেলা ধরে রাখতে পারেনি দল। তাছাড়া আম্পায়ারাও ম্যাচের চাপ নিতে পারেনি। আগের দুই ভারতীয় আম্পায়ারের চেয়ে নতুন এই দু’জন অনেক দুর্বল। বেশকিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন তারা।’
অন্যদিকে ম্যাচ শেষে আর পাওয়া যায়নি মোহামেডানের জার্মান কোচ গেরহার্ড পিটারকে। তবে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দলকে সমতায় ফেরানো মামুনুর রহমান চয়ন বলেন, ‘২-৩ গোলে পিছিয়ে পড়লেও আমাদের আত্মবিশ্বাস ছিলো জিতবো। তাই ঘাবড়ে যাইনি। বিশ্বাস ছিলো যদি একটি পেনাল্টি কর্নার পাই তবে ম্যাচে ফিরবো। সেটা পেয়ে দলকে সমতায় ফিরিয়েছি। শেষে জয় এনে দেয় জিমি।’
এদিকে আগামী সপ্তাহেই প্রথম পর্বের সেরা পাঁচ দল মোহামেডান, ঊষা, আবাহনী, সোনালী ব্যাংক ও সাধারণ বীমাকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার ফাইভ। প্রতিটি দল চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার ফাইভ শেষে প্রথম পর্ব ও সুপার ফাইভ পর্বের পয়েন্টের যোগফল মিলিয়ে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।