ঈদ উপলক্ষে বরাবরের মত এবারও চ্যানেল আইয়ের পর্দায় থাকছে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। এবার দুইটি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে চ্যানেল আই। ছবি দুটি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ছবি ‘হঠাৎ সেদিন’ ও ‘আত্মদান’।
আলোচিত নির্মাতা বাসু চ্যাটার্জীর ছবি ‘হঠাৎ সেদিন’। এতে অভিনয় করেছেন ফেরদৌস, নিপুন, ওপার বাংলার রিদিমা সেন প্রমুখ। অন্যদিকে কথাসিহিত্যিক ইমদাদুল হক মিলনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘আত্মদান’ ছবিটি। সুফিয়া চৌধুরীর চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন শাহজাহান চৌধুরী। এ ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর, চম্পা, নিপুন, নিরব প্রমুখ।
‘হঠাৎ সেদিন’ ছবিটি ঈদের দিন বেলা ২টা ৩৫ মিনিটে এবং ‘আতœদান’ ছবিটি ঈদের পরদিন সকাল ১১টা ১০ মিনিটে চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।