মাছরাঙা টেলিভিশনে আগামী ২৬ জুলাই বৃহস্পতিবার রাত আটটায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘সবরকম ভালোবাসার জয় হোক’। শামস উদ দোহার রচনায় এটি পরিচালনা করেছেন দীন মোহাম্মদ মন্টু।
এতে দেখা যাবে, চাচাতো বোন রিনির মৃত্যুর পর শোক সামলাতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রাতুল। দু’বছরের মতো পাগলা গারদে থাকে সে। পাগলা গারদ থেকে সাময়িক মুক্তি পেয়ে প্রাক্তন স্ত্রী লীনাকে খুন করতে বেপোরোয়া হয়ে যায়। তার ধারণা, লীনার একদিনের একটি উদ্ভট আচরণের কারণেই রিনির মৃত্যু হয়েছে। রিনির প্রতি অসম্ভব টান ছিলো রাতুলের। এটা কি ভালোবাসার টান নাকি অন্যকিছু? এ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ শুরু হয় তার। এভাবেই এগিয়ে যায় কাহিনী।
টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিশো, শশী, রুনা খান প্রমুখ।