আকাশে উড়তে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাটিতে নামালো স্কটল্যান্ড। একমাত্র টি-টোয়েন্টিতে তারা ৩৪ রানে হারিয়েছে সফরকারী দলকে।
স্কটল্যান্ড: ১৬২/৭ (২০ ওভার)
বাংলাদেশ: ১২৮/১০ (১৮ ওভার)
ফল: স্কটল্যান্ড ৩৪ রানে জয়ী
র্যাঙ্কিংয়ের চূড়ায় যাওয়ার স্বপ্নে বিভোর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারাও একটা ধাক্কা খেলেন স্কটল্যান্ডের কাছে দলের পরাজয়ে।
১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১২৮ রানে। আইসিসির সহযোগী সদস্য দেশের ক্রিকেট দলের কাছে ১৮ ওভারে গুটিয়ে যাওয়া সত্যিই বিস্ময়কর।
তামিম ইকবাল ২৫ ও মোহাম্মদ আশরাফুল ৮ রানে ফিরে গেলে তাকে অনুসরণ করেন অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যক্তিগত নয় রানে মমসেনের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ নয় বলে নয় রান করে ক্যাচ আউট হন। মাজিদ হকের শিকার তিনি। জশ ডেভির বলে ক্যাচ তুলে বিদায় নেন নাসির হোসেন। জিয়াউর রহমানও হার মানলেন নয় রান করে। অনেক চেষ্টা করেও উইকেট অক্ষত রাখতে পারেননি সাকিব আল হাসান। ব্যক্তিগত ৩১ রানে গুডির শিকার হন তিনি। মাশরাফি ১৫, আব্দুর রাজ্জাক ১ ও আবুল হাসান ৯ রান করে আউট।
স্কটল্যান্ড আগে ব্যাট করে সাত উইকেটে ১৬২ রান করার পরই বাংলাদেশের পরজয় নিশ্চত হয়ে গিয়েছিলো। তাদের ওপেনার রিচি ব্যারিংটন ৫৬ বলে ১০০ রান করে সব কিছু ওলটপালট করে দেন। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি স্কটল্যান্ড। দলের ৪৭ রানের মধ্যে বিদায় নেন জান স্টান্ডার (০) ও কালাম ম্যাকলিওড (১৯)। স্টান্ডার রান আউট আর ম্যাকলিওডকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান।
শুরুতে দুই উইকেট হারালেও রানের গতি কমেনি। রিচি বেরিংটনের চোখধাঁধানো শতকে বড় স্কোর গড়ে স্কটল্যান্ড। ৫৫ বল খেলে ১০টি চার ও ৫টি ছয়ের সাহায্যে কাঁটায় কাঁটায় শতক পূর্ণ করে রাজ্জাকের বলে আউট হন তিনি।
দুটি উইকেট নেন মাশরাফি। এছাড়া একটি করে উইকেট শিকার করেন সাকিব, রাজ্জাক ও মাহমুদউল্লাহ।
টি-টোয়েন্টিতে ৩৪ রানের জয় স্কটল্যান্ডের জন্য অনেক বড় অর্জন। আয়ারল্যান্ডকে ধবলধোলাই দেওয়ার পর হেগে এমন কিছু ঘটতে পারে তার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। অতি আত্মবিশ্বাস তাদেরকে ওপর থেকে সোজা নিচে ফেলে দিয়েছে।
এখন নেদারল্যান্ডসের বিপক্ষে কি কররে তা দেখার বিষয়। বুধবার একই ভেন্যুতে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের দিন টাকা দিয়ে খেলবে আরেকটি ম্যাচ। দুই ম্যাচের সিরিজে নেতিবাচক ফল হলে জাদুর কাঠি দিয়েও র্যাঙ্কিংয়ে ওপরে টেনে তুলতে পারবে না।