‘রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব পাস মাইলফলক

‘রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব পাস মাইলফলক

রোহিঙ্গা গণহত্যা এবং নির্যাতনে জড়িত মিয়ানমারের সেনাদের বিচারের আওতায় আনতে জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হওয়া বাংলাদেশের জন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভাতেও রোহিঙ্গা বিষয়ে সিদ্ধান্ত নিতে এ প্রস্তাব সহায়ক হবে বলে মনে করেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, ‘এটি অনেক বড় একটি প্রাপ্তি। রোহিঙ্গাদের প্রত্যাবাসন থেকে শুরু করে রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন বিষয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে।’

সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভাতেও রোহিঙ্গা ইস্যু আলোচনা হবে। তখন পাস হওয়া এই প্রস্তাবটি তুলে ধরে রোহিঙ্গা প্রত্যাবাসন চাইবে বাংলাদেশ। এ বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যদি উদ্বিগ্ন থাকে, তা হলে স্বাভাবিকভাবেই মিয়ানমারের ওপরে চাপ থাকবে। সেটি আমাদের প্রত্যাবাসনের পথকে কিছুটা হলেও সুগম করবে।’

এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, প্রত্যাবাসনের কথা খুব জোরালোভাবে বলা হয়েছে। এ প্রস্তাবে বাংলাদেশ যা যা চেয়েছিল তার সব ছিল এবং তা সর্বসম্মতিক্রমেই পাস হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘে বাংলাদেশের উদ্যোগে ওআইসির সব সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি নামের প্রস্তাব পেশ করা হয়। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৪৭তম অধিবেশনে গৃহিত হয় প্রস্তাবটি। প্রস্তাবে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করা হয়। মিয়ানমারের সেনাশাসন নিয়ে মতভেদ থাকায় শুরু থেকেই সব দেশের ভোট দেওয়া নিয়ে এক ধরনের শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত সফল হয় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।

বাংলাদেশ শীর্ষ খবর