রাজধানীর ফুটপাথ দখলমুক্ত করতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। সব দল মিলে সমন্বিতভাবে সিদ্ধান্ত হওয়া দরকার বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। এর আগে রমজানে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয় নিয়ে বৈঠক হয়।
বৈঠকের পর স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “রাজধানীর ফুটপাথ দখলমুক্ত করতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তবে ফুটপাতের দোকান উচ্ছেদের জন্য সম্মিলিত সিদ্ধান্ত দরকার। কারণ এটা শুধু এখন নয়, সব সরকারের সময়ই ছিল। উচ্ছেদের পরিবর্তে তারা যেন ফুটপাতেই থাকে। আর ফুটপাথ থেকে রাস্তায় যাতে না নেমে আসে তার ব্যবস্থা নিয়েছি।”
তিনি বলেন, “যানজট নিরসনে ফুটপাতের হকার উচ্ছেদ এবং হকারদের থেকে পুলিশের চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নিতে সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, শ্রম মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তরাও ছিলেন বৈঠকে।