গত বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এবার বেড়েছে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলছেন দাবি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রাজধানীর তাঁতীবাজারে আজ বুধবার সকালে বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধন করে মেয়র এ কথা বলেন। এছাড়া এডিস মশা নিধনে চিরুনি অভিযান চালানো এবং সেটি অব্যাহত থাকবে বলেও জানান দক্ষিণ সিটির মেয়র।
তিনি বলেন, এখন যে কিটনাশকটা ম্যালাথিয়ন দেওয়ার মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করেছি। এরপরও লক্ষ্য করা যাচ্ছে এ বছর বৃষ্টি বেশি হওয়ার কারণে তাই ডেঙ্গু গত বছরের তুলনায় একটু বেড়েছে। যদিও ২০১৮ ও ২০১৯ সালের তুলনায় এখন পর্যন্ত অনেকচাই নিয়ন্ত্রণে রয়েছে।
দক্ষিণ সিটি মেয়র আরও বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা গত পরশু দিন পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু গতকাল পাওয়া তথ্য অনুযায়ী রোগীর সংখ্যা এখন নিম্নমুখী হচ্ছে। চিরুনি অভিযান এবং এর মাধ্যমে মানুষকে সচেতন করতে পারবেন আর ডেঙ্গুর প্রকোপ থেকেও মুক্ত হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।