‘ফোন হ্যাকিং’: ফেঁসে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা

‘ফোন হ্যাকিং’: ফেঁসে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা

যুক্তরাজ্যের বহুল আলোচিত ফোনে আড়ি পাতার মামলায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক তথ্য ও যোগাযোগ  প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে যাচ্ছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

পাশাপাশি মিডিয়া মোগল রুপার্ট মারডকের মালিকানাধীন ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকার সাবেক সম্পাদককেও একই অভিযোগের মুখোমুখি করা হচ্ছে বলে জানা গেছে।

ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে অনৈতিকভাবে মানুষের টেলিফোনে আড়িপাতার সঙ্গে সংশ্লিষ্ট থাকার দায়ে তাদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। মঙ্গলবার ব্রিটেনের রাজকীয় তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ঘোষণা দেয়। এ দুজনের পাশাপাশি আরো ছয়জনের বিরুদ্ধে একই অপরাধে অভিযোগ গঠন করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ক্যামেরনের তথ্য ও যোগাযোগ প্রধান হিসেবে ২০০৭ সাল থেকে জানুয়ারি ২০১১ পর্যন্ত দায়িত্ব পালন করেন অ্যান্ডি কুলসন। পরবর্তীতে তিনি মারডকের নিউজ অব দি ওয়ার্ল্ডের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।  রেবেকা ব্রুকস রুপার্ট মারডকের মালিকানাধীন ট্যাবলয়েড সানডে পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্পাদক হিসেবে তাদের দায়িত্ব পালনের সময়েই পত্রিকা দুটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ব্যক্তিদের ফোনে আড়ি পাতার ঘটনায় জড়িয়ে পড়ে।

এ দুজনের সঙ্গে নিউজ অব দি ওয়ার্ল্ডে কর্মরত সাবেক ছয় সাংবাদিককের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হবে বলে জানিয়েছে তদন্তকারীরা। ব্রিটেনে ফোনে আড়িপাতা মামলায় সর্বোচ্চ শাস্তি দু’বছরের জেল।

ব্রিটেনের পাবলিক প্রসিকিউশন সার্ভিসের আইনী পরামর্শক আলিসন লেভিট বলেন, আড়িপাতার ঘটনায় এই আটজনের কোনো না কোনোভাবে জড়িত থাকার পক্ষে যথেষ্ট প্রমাণ তদন্তকারীদের হাতে আছে।

ফোন আড়িপাতার অভিযোগে ইতিমধ্যেই নিউজ অব দি ওয়ার্ল্ড পত্রিকার এক সাংবাদিকের এক বছরের কারাদ- হয়। কেলেঙ্কারির পরপরই মালিকপক্ষ পত্রিকাটিকে বন্ধ করে দেন।

সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার ছয়মাস পর  কুলসন রক্ষণশীল দলের তথ্য পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ধারণা করা হয় রক্ষণশীল দলে তার ভূমিকা ছিলো প্রধানমন্ত্রী হতে ক্যামেরনকে সহায়তা করে।

সমালোচকরা এখন বলছেন কুলসনের সাবেক মালিক পক্ষ রুপার্ট মারডকের সমর্থন লাভের জন্যই  তাকে এ নিয়োগ দেন ক্যামেরন।

এ দুজন বাদে অন্যান্য যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা করা হচ্ছে তারা হলেন স্টুয়ার্ট কাটনার, গ্রেগ মিসকি, নেভিল থার্লবেক, জেমস ওয়েদারাপ এবং ইয়ান এডমোন্ডসন। এছাড়া বেসরকারি তদন্তকারী গ্লেন মালকেয়ারের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হবে বলে জানা গেছে।

ফোন হ্যাকিং মামলায় মোট ১৯ টি অভিযোগ গঠন করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তবে প্রত্যেকের বিরুদ্ধে একই অভিযোগ আনা হবে না বলে জানিয়েছেন তারা।

অধিকাংশ অভিযোগই মানুষের ব্যক্তিগত গোপনীয়তার বেআইনীভাবে অনুপ্রবেশ সংক্রান্ত বলে জানা গেছে। তাদের কর্মকাণণ্ডের মধ্যে অর্ন্তভুক্ত ছিলো হলিউড স্টার ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিসহ ১৩ বছর বয়সী স্কুল ছাত্রী অ্যামান্ডা ডোলার। উল্লেখ্য, এই স্কুল ছাত্রীকে হত্যা করে দুষ্কৃতকারী। মৃত্যুর পর তার ভয়েস মেলে বেআইনীভাবে প্রবেশ করে নিউজ অব দি ওয়ার্ল্ডের সাংবাদিকরা।

এছাড়া তাদের বিরুদ্ধে অন্যান্য যেসব ব্যক্তির গোপনীয় তথ্যে আড়ি পাতার অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে আছেন ফুটবল তারকা ওয়েন রুনি, সাবেক বিটলস সদস্য পল ম্যাককার্টনী, সাবেক ব্রিটিশ ফুটবল কোচ ভেন গোরান এরিকসন এবং সাবেক সহকারী প্রধানমন্ত্রী জন প্রেসকট প্রমুখ।

আন্তর্জাতিক