দক্ষিণ চীন সাগরের মারাত্মক সামুদ্রিক ঘুর্ণিঝড় ‘তাইফুন ভিসেন্তে’ বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হংকং।
ঝড়ে নগরীর বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এছাড়া বিমানবন্দর থেকে সব উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়।
সোমবার দিনের শেষে হংকংয়ে আঘাত হানে তাইফুন ভিসেন্তে। তীব্র বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস প্রবাহিত হয় এ সময়।
পরিস্থিতি মোকাবেলায় দশ নম্বর বিপদ সংকেত জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত ১৩ বছরের মধ্যে এই প্রথমবারের মত দশ নম্বর বিপদ সংকেত জারি করা হলো হংকংয়ে। ঝড় স্তিমিত হয়ে পড়লে বিপদ সংকেত প্রত্যাহার করে নেওয়া হয় মঙ্গলবার।
ঝড়ের কারণে বিঘিœত হয় হংকং স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। মঙ্গলবার সকালে শেয়ারবাজারে কোনো লেনদেন হয়নি। তবে দুুপুরের পর লেনদেন আবারো শুরু হয়।
হংকংয়ের ওপর দিয়ে তাইফুন ভিসেন্তে চীনের পশ্চিমাঞ্চলীয় গুয়ানডোংয়ের দিকে প্রবাহিত হয়। তবে ঝড় কেটে গেলেও মঙ্গলবার শক্তিশালী ঝড়ো বাতাস প্রবাহিত হয় হংকংয়ের ওপর দিয়ে। এদিকে ঝড়ো বাতাসের কারণে আবারো বিমান চলাচল বিঘিœত হতে পারে বলে সর্তক করে দিয়েছে কর্তৃপক্ষ।
ঝড়ে কমপক্ষে ১০০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৭২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এছাড়া বন্যায় হংকংয়ের অনেক এলাকা প্লাবিত হয়। গাছ উপড়ে পড়ায় অনেক এলাকার রাস্তাঘাটও বন্ধ হয়ে যায়।