হুমায়ূন আহমেদের লেখা ১৮টি গানের সংকলন

হুমায়ূন আহমেদের লেখা ১৮টি গানের সংকলন

নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ গান খুব ভালোবাসতেন। অবসরে তিনি শুনতেন সবধরনের গান। গানের প্রতি তার টানটা উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পাওয়া। হুমায়ূন আহমেদের বাবা মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ অফিসার ফয়জুর রহমান আহমেদও ছিলেন সঙ্গীতপ্রেমী।

সঙ্গীতপ্রেমী হুমায়ূন আহমেদ কেবল শ্রোতাই ছিলেন না। প্রায় অর্ধশতাধিক গানও রচনা করে গেছেন তিনি। যদিও সাহিত্যের তুলনায় তার লেখা গানের সংখ্যা অতি নগণ্য। তবে যে অর্ধশতাধিক তিনি লিখে গেছেন তার শব্দ গাঁথুনী আর ছন্দ মাধুর্য্য অসাধারণ। বিভিন্ন ছবিতে ব্যবহার করা হুমায়ূন আহমেদের বেশ কিছু গান পেয়েছে আকাশচুম্বি জনপ্রিয়তা। হুমায়ূন আহমেদের লেখা গান নিয়ে শিগগিরই বের হচ্ছে একটি সংকলিত অ্যালবাম।

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘সংগীতা’-এর ব্যানারে বের করা হবে হুমায়ূন আহমেদের সংকলিত গানের অ্যালবাম ‘হুমায়ূন আহমেদ স্মরণে’। এতে থাকবে তার লেখা জনপ্রিয় গানগুলো। এ অ্যালবামে স্থান পাওয়া গানের মধ্যে থাকছে  `আমার ভাঙা ঘরে`, `একটা ছিল সোনার কন্যা`, `বরষার প্রথম দিনে`, `কন্যা নাচিল রে`, `মাথায় পরেছি সাদা ক্যাপ`, `সোহাগপুর গ্রামে`, `কুসুম রানী`, `আমার শ্যাম যদি`, `সখি কুঞ্জ সাজাও গো`, `হাবলংগের বাজারে`, `লীলাবালি লীলাবালি`, `সোয়াচাঁন পাখি`, `পূবালি বাতাসে`, `বন্ধু তোর লাইগা রে`, `আজ পাশা খেলবো রে শ্যাম`, `লোকে বলে`, `নিশা লাগিলো রে` ও `উই মাস্ট বিলিভ ইন ম্যাজিক` সহ সংকলিত মোট ১৮টি গান।

হুমায়ূন আহমেদের লেখা গানের এই সংকলিত অ্যালবামটি প্রকাশ পাবে এবারের ঈদের আগেই।

বিনোদন