লন্ডন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুলাই ঢাকা ছাড়বেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর অংশ হিসাবে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি সোমবার রাত সাড়ে নয়টা ছাড়ছেন বলে জানা গেছে। আগামী ২৭ জুলাই লন্ডনে পর্দা উঠছে লন্ডন অলিম্পিক গেমস ২০১২-এর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিট্রেনের রানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ২৫ জুলাই সকাল ১০টায় বিমান বাংলাদেশের একটি প্লেনে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। এদিনই বেলা ৩টা ৩০ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন। এসময় তাকে লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত স্বাগত জানাবেন।
প্রধানমন্ত্রী সেখানে হোটেল সেন্ট প্যানক্রাস রেনেসাঁয় থাকবেন। সে অঞ্চলের সংসদ সদস্য ফ্রাংক ডবসন স্বাগত জানাবেন। সন্ধ্যায় একই হোটেলেই তিনি সেখানকার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং ইফতারে অংশ নেবেন।
এবারের অলিম্পিকে বাংলাদেশের পাঁচ কৃতি খেলোয়াড় অংশ নিচ্ছেন। এরা হলেন শ্যুটিংয়ে শারমিন আক্তার রত্না, আর্চারিতে ইমদাদুল হক মিলন, সাঁতারে মাহফিজার রহমান সাগর, অ্যাথলেটিকসে মোহন খান ও জিমন্যাস্টিকসে শাইখ সিজার (যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে অংশ নিচ্ছেন)।
২৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রী কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বেলা ১১টায় বিবিসিকে একটি সাক্ষাৎকার দেবেন। বেলা ১২টায় সানডে টাইমসের সাংবাদিক টেড জিওরিকে সাক্ষাৎকার দেবেন। ১২টা ৫০ মিনিটে তিনি অল পার্টি ফর পার্লামেন্টারি গ্রুপ ফর বাংলাদেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
শুক্রবার সকাল ১১টায় চ্যানেল ফোরকে সাক্ষাৎকার দেবেন। বেলা ১২টায় দেশের খ্যাতনামা সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গে সাক্ষাত করবেন। সাড়ে ১২টায় ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা সংসদ সদস্য এড মিলিব্যান্ডের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল চারটায় লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রানির দেওয়া অভ্যর্থনায় যোগ দিতে রওনা হবেন। পৌনে পাঁচটায় বাকিংহাম প্যালেসে যাবেন। সেখানে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা রানি বক্তৃতা দেবেন। পৌনে আটটায় সেখান থেকে অলিম্পিক স্টেডিয়ামে যাবেন। রাত আটটা ১০ মিনিটে শুরু হবে সেই মাহেন্দ্রক্ষণ। রাত ১২টা পর্যন্ত চলবে এ উদ্বোধনী অনুষ্ঠানপর্ব। পুরো অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এসময় তার অন্য সফরসঙ্গীরা নিজস্ব লাউঞ্জে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করবেন। ২৯ জুলাই তিনি সফরসঙ্গীদের নিয়ে ঢাকা উদ্দেশে রওয়ানা দেবেন। ৩০ জুলাই তারা দেশে ফিরবেন। এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি আলাদা সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।