মাদারীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রধান দুই নদী পদ্মা ও আড়িয়ালখাঁসহ সব নদ-নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় পদ্মায় ৫ সে.মি. পানি বৃদ্ধি পেয়ে শিবচরের কাওরাকান্দি ফেরিঘাট পয়েন্টে বিপদসীমার ৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিপদসীমা অতিক্রম করায় শিবচরের বিচ্ছিন্ন চরাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও জেলার রাজৈর ও শিবচরের ৬টি ইউনিয়নে নদীভাঙ্গন তীব্র আকার নিয়েছে।
বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ডসহ একাধিক সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ৫ সে.মি. পানি বেড়ে কাওরাকান্দি পয়েন্টে বিপদসীমার ৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সংলগ্ন শিবচর উপজেলার চরজানাজাত, কাঠালবাড়ি, বন্দরখোলা ও মাদবরচরসহ ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
এদিকে, আড়িয়ালখাঁ নদেও গত ২৪ ঘণ্টায় ৭ সে.মি. পানি বেড়েছে। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। আড়িয়ালখাঁয় পানির তোড়ে জেলার শিবচরের সন্ন্যাসীরচর, বহেড়াতলা, নিলখী ও শিরুয়াইলে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে।
গত কয়েকদিনের নদী ভাঙনে এই ৪ ইউনিয়নের দেড় শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
ভাঙনের মুখে পড়েছে শিরুয়াইল ইউনিয়নের পুর্ব কাকইর ওয়াজ উদ্দিন মাতুব্বর রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন ও সন্ন্যাসীরচর ইউনিয়নের আজাদ রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সড়ক ও বিস্তীর্ণ জনপদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, উভয় নদীতে অস্বাভাবিক হারে পানি বাড়ছে। নদী ভাঙনের ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় শিরুয়াইলের বিদ্যালয়টি খোলা নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।