২৪ অক্টোবর নতুন মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’

২৪ অক্টোবর নতুন মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’

একদিকে ইউরো কাপ আর অন্যদিকে কোপা আমেরিকা। দুই মহাদেশীয় টুর্নামেন্টে বুদ তামাম বিশ্বের ফুটবলপ্রেমীরা। এরই মধ্যে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুমের আগমনী বার্তা দিয়ে রাখল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

এর অংশ হিসেবে বুধবার আসন্ন মৌসুম অর্থাৎ ২০২১-২২ মৌসুমের স্প্যানিশ লা লিগার সূচি প্রকাশ করেছে ক্লাবটি। এ সূচি মোতাবেক আগামী ১৫ আগস্ট ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের মধ্যকার ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা মিশন শুরু করবে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

তবে ভক্ত-সমর্থকদের আকর্ষণ ও আগ্রহের কেন্দ্রবিন্দু যেই ম্যাচ, সেই এল ক্লাসিকোর জন্য অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে নতুন মৌসুমে বার্সেলোনার প্রথম ম্যাচটি হবে আগামী ২৪ অক্টোবর। খেলা হবে বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে।

অক্টোবর মাসটাই মূলত কঠিন পরীক্ষা নিতে চলেছে বার্সেলোনার। এ মাসের ৩ তারিখ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে হবে কাতালানদের। পরে ১৭ অক্টোবর রয়েছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হোম ম্যাচ।

দুই লেগ পদ্ধতির এ লা লিগায় দ্বিতীয় এল ক্লাসিকো ম্যাচটি হবে ২০২২ সালের ২০ মার্চ। সবকিছু ঠিক থাকলে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে এই ম্যাচটি। আর অ্যাটলেটিকোর বিরুদ্ধে ঘরের মাঠে ফিরতি ম্যাচটি হবে ৬ ফেব্রুয়ারি।

আগামী বছরের ২২ মে ভিয়ারিয়ালের বিপক্ষে হোম ম্যাচ দিয়ে আসন্ন মৌসুমের লা লিগা শেষ করবে বার্সেলোনা। ব্যস্ত সূচির সেই মে মাসে মোট ৫টি ম্যাচ খেলবে লা লিগার ২৬ বারের চ্যাম্পিয়নরা।

খেলাধূলা শীর্ষ খবর