লিবিয়ার অলিম্পিক কমিটির প্রধান অপহৃত, পরে মুক্ত

লিবিয়ার অলিম্পিক কমিটির প্রধান অপহৃত, পরে মুক্ত

লিবিয়ার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট আহমেদ নাবিল আল তাহের আল আলমকে এক সপ্তাহ আগে অপহরণের পর রোববার ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা।

গত ১৪ জুলাই রাজধানী ত্রিপোলির রাস্তায় গাড়ি আটকিয়ে আহমেদ নাবিলকে তুলে নিয়ে যায় একদল বন্দুকধারী।

নাবিলের ভাই জানিয়েছেন, রোববার সকালে তিনি অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন।

গত বছর লিবিয়াতে সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পর কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে মোহাম্মদ গাদ্দাফি আলজেরিয়া পালিয়ে গেলে লিবীয় অলিম্পিক কমিটির দায়িত্ব পান নাবিল।

লিবিয়াতে বিপ্লব শুরুর আগে মোহাম্মদ গাদ্দাফির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ছিল বলে জানা যায়।

আন্তর্জাতিক