ইরাকজুড়ে সিরিজ হামলা, নিহত ৫০, আহত শতাধিক

ইরাকজুড়ে সিরিজ হামলা, নিহত ৫০, আহত শতাধিক

রাজধানী বাগদাদসহ ইরাকের কয়েকটি শহরে সিরিজ বোমা হামলা ও গুলিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ১৩১। সোমবার সকালে ১৭টি আলাদা বিস্ফোরণ ও গোলাগুলিতে এসব হতাহতের ঘটনা ঘটে বলে কর্মকর্তা জানিয়েছেন।

কর্মকর্তারা আরো জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা বাগদাদে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ও গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া তেল সমৃদ্ধ কিরকুক এবং দেশের অন্য স্থানেও একই ধরনের হামলার ঘটনা ঘটেছে।

চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সেনা ঘাঁটিতে হামলায় কমপক্ষে সাত জন ইরাকি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরো চার জন।

একজন সেনা কর্মকর্তা বলেছে, হামলায় ১৫ সেনা নিহত হয়েছে।

সোমবার সকালে যখন হামলা হয় তখনও সেনারা ধুলুইয়া শহরের কাছের ঘাঁটিতে ঘুমিয়ে ছিলেন। এ ঘাঁটিটি বাগদাদ থেকে ৯০ কিলোমিটার উত্তরে।

এদিকে বাগদাদের উত্তরে তাজি শহরে একটি আবাসিক কম্পাউন্ডে গাড়ি বোমা বিস্ফোরণে ১৮ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অপরদিকে কিরকুক শহরে পুলিশকে লক্ষ্য করে পর পর চারটি গাড়ি বোমা হামলা হয়েছে। এতে বেসামরিকসহ নিহত হয়েছে পাঁচ জন। আহত হয়েছে ১৯  জন।

রাজধানী বাগদাদের কাছে হুসেইনিয়া, তাউজ খুরমাতু, মাহমুদিয়া এবং বাকুবার কাছে মুক্তাদিয়ায় বোমা হামলায় যথাক্রমে ৩ জন নিহত ও ৩১ জন আহত, একজন নিহত ও ৩৫ জন আহত, ১০ নিহত ও ৩৮ জন আহত এবং ২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে সামারা শহরে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে দু’জন উপজাতীয় নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।

দুজাইলে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে একজন নারী নিহত এবং চার জন আহত হয়েছে।

বাগদাদের উত্তরে বালাদ শহরে স্থানীয় রাজনৈতিক নেতা আল রাদি মোহাম্মদকে লক্ষ্য করে পার্ক করা একটি গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই দিন বালাদে আপাত দৃষ্টিতে শ্রমিকদের লক্ষ্য করে অপর বোমা হামলায় কেউ হতাহত হয়নি।

পুলিশ জানিয়েছে, একই এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তারা জানিয়েছে।

এসব হামলার দায় কেউ এখনো স্বীকার করেনি।

সোমবারের হামলাটি এক দিন আগে রাজধানীসহ দু’টি শহরে সিরিজ বোমা হামলার পর সংঘটিত হল। রোববারের ওই হামলায় ২০ জন নিহত এবং ৮৮ জন আহত হয়। গত তিন সপ্তাহের মধ্যে এ দু’টি হামলাকে ভয়াবহতম বলে উল্লেখ করা হচ্ছে।

আন্তর্জাতিক