জার্মানি ইংল্যান্ড মহারণের পর ইউরোর রাউন্ড অফ সিক্সটিনের শেষ ম্যাচে লড়বে সুইডেন আর ইউক্রেন। ম্যাচ শুরু রাত ১টায়। ম্যাচ হবে নিউট্রাল ভেন্যুতে, স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্কে।
ই গ্রুপের শীর্ষে থেকে হেসেখেলে নকআউটে উঠেছে সুইডেন। একই গ্রুপে স্পেন থাকলেও ওদের টপকে হয়েছিলো গ্রুপ চ্যাম্পিয়ন। প্রথম খেলায় স্পেনের সাথে গোলশূণ্য ড্রয়ের পর হারিয়েছে স্লোভাকিয়া আর পোল্যান্ডকে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ওরা গোল করেছে চারটা, যার তিনটাই করেছেন এমিল ফসবার্গ। ইউক্রেনর বিপক্ষে ওরাই ফেভারিট। কেননা, কোনরকমে নকআউটে উঠেছে ইউক্রেনিয়ানরা।
গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের সাথে অস্ট্রিয়ার কাছেও হেরেছে শেভচেঙ্কোর দায়িত্বে থাকা দলটা। হারিয়েছে শুধু দুর্বল নর্থ মেসিডোনিয়াকে।