জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম ও শেষ দিনে তারা এক ইনিংস ও ১২ রানে হারিয়েছে স্বাগতিকদের।

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৮৫, দ্বিতীয় ইনিংস: ২৪০
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬৩৭/২ ডি.
ফল: দক্ষিণ আফ্রিকা এক ইনিংস ও ১২ রানে জয়ী

টসে জিতে প্রথমে ব্যাট করে অ্যালিস্টার কুকের শতকের (১১৫) সুবাদে প্রথম ইনিংসে ৩৮৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ম্যাচ সেরা হাশিম আমলার ৩১১, গ্রায়েম স্মিথের ১৩১ ও জ্যাক ক্যালিসের অপরাজিত ১৮২ রানের কল্যাণে দুই উইকেটে ৬৩৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পঞ্চম ও শেষ দিনে গুটিয়ে যাওয়ার আগে ২৪০ রান করতে পারে ইংল্যান্ড। এর মধ্যদিয়ে স্বাগতিকদের এক ইনিংস ও ১২ রানে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে সফরকারীরা।

খেলাধূলা