ইউরোপ সফরে আরও একটি টি-টোয়েন্টি ম্যাচ পাচ্ছে জাতীয় ক্রিকেট দল। খেলাটি হবে নেদারল্যান্ডসের সঙ্গে। আগের সূচিতে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ম্যাচ ছিলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র অনুরোধে ক্রিকেট নেদারল্যান্ডস আরেকটি ম্যাচ খেলতে রাজি হয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ম্যানেজার সাব্বির খান মোবাইলফোনে জানান, ২৫ ও ২৬ জুলাই পর পর দুটি ম্যাচ হবে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে।
ইউরোপ সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশ দলের। সফরে এরই মধ্যে আয়ারল্যান্ডকে ধবলধোলাই দিয়েছেন মুশফিকুর রহিমরা।