‘আমি করতালি পেতে আসিনি, কাজ করতে এসেছি’: ওবায়দুল কাদের

‘আমি করতালি পেতে আসিনি, কাজ করতে এসেছি’: ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  ’আমি স্লোগান ও করতালি পেতে আসিনি, জনদুর্ভোগ নিরসনে রাস্তায় কাজ করতে এসেছি’। রোববার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় সওজ’র চলমান সড়ক সংস্কার কাজ পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে এ সব কথা বলেন।

স্থানীয় আ’লীগ নেতা-কর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানাতে চাইলে তিনি তাদের থামিয়ে দিয়ে স্লোগানদাতাদের  উদ্দেশ্যে বলেন, ‘স্লোগান না দিয়ে কোথায় রাস্তার বেহাল দশা আছে আমাকে বলুন।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদের চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার সময় ফেনী এবং কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়ীয়া যাওয়ার পথে কুমিল্লার ময়নামতি থেকে শুরু করে বুড়িচং, দেবীদ্বার, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, কসবা উপজেলাসহ কুমিল্লা এবং  ব্রাহ্মণবাড়ীয়া জেলার বেশ কয়েকটি উপজেলায় সওজ’র চলমান সড়ক সংস্কার কাজ পর্যবেক্ষনকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন।

দেবীদ্বার উপজেলার সাইলচর, দক্ষিণ ভিংলাবাড়ি এলাকার সড়কের দু’পাশের বেহাল ও খানাখন্দ অবস্থা দেখে যোগাযোগ মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন। মন্ত্রী এসময় পায়ে হেঁটে সাইলচর এবং দক্ষিণ ভিংলাবাড়ি সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

যোগাযোগ মন্ত্রী এসময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘আমার প্রধান কাজ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন, জনদুর্ভোগ নিরসন। ফোর লেন ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যে অবস্থায় আছে সেটা চলাচলের উপযোগী রাখা এই সময়ের অগ্রাধিকার। যেহেতু সেনাবাহিনী মেঘনা এবং মেঘনা- গোমতী সেতুর মেরামত কাজ করছে সেহেতু আগামী ছয় মাস এ সড়কে চলাচলকারীদের দুর্ভোগ থাকবেই। এজন্য দেশবাসীর কাছে আবেদন, দীর্ঘস্থায়ী দুর্ভোগ থেকে বাঁচতে এটুকু কষ্ট সবাইকে মেনে নিতে হবে।’

পাশাপাশি ঢাকার যাত্রাবাড়ী ও গুলিস্থান ফ্লাইওভার কাজে সৃষ্ট জনদুর্ভোগের জন্য সড়ক ও জনপথ বিভাগ দায়ী নয়, এর দায়িত্ব সিটি কর্পোরেশনের বলে উল্লেখ করেন মন্ত্রী।

যোগাযোগমন্ত্রী এসময় কুমিল্লা-ব্রাহ্মনবাড়িয়া সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা বাজার, ব্যাটারি চালিত অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

এর আগে মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুয়াগাজীতে পরিবহনের অতিরিক্ত ওজন পরিমাপক যন্ত্র পরিদর্শন করেন। এসময় পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশ সুপার মো: রেজাউল করিম, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম, সড়ক ও জনপথ কুমিল্লা তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আবদুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদ মাহবুব খান, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বেগম, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. বদিউজ্জামান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা , মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদার, উপ-বিভাগীয় প্রকৌশলী বুলবুল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ