যশোরের বেনাপোল পৌর এলাকার শতাধিক বাড়িতে ভারতীয় আমদানি পণ্যের অবৈধ গুদাম গড়ে উঠেছে বলে এক অনুসন্ধানে জানা গেছে।
অনুমোদনহীন এসব গুদামে বিষ্ফোরক দ্রব্য ও কেমিক্যালসহ বিভিন্ন আমদানি পণ্য রাখা হয়।
অনেকেই আশঙ্কা করছেন, এসব দ্রব্যের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, ২০১১ সালের ২১ অক্টোবর বেনাপোল পৌর এলাকার একটি বাড়ির অবৈধ পণ্যগুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ৩ জন নিহত ও ৫ জন আহত হন। এ ঘটনার পরেও অবৈধ গুদাম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
অনুসন্ধানে জানা গেছে, বেনাপোল কাস্টমস হাউজের আশেপাশে এক কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন বাড়িতে ছোট-বড় শতাধিক অবৈধ পণ্যগুদাম তৈরি করা হয়েছে। এর অধিকাংশই রয়েছে বাহাদুরপুর সড়কে।
বন্দর থেকে আগাম মালামাল ছাড় করে ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসতবাড়িতে রাখছেন। এ সুযোগ নিচ্ছে চোরাকারবারীরাও। সীমান্ত পথে ভারতীয় পণ্য পাচার করে এসব গুদামে রাখা হচ্ছে। বৈধ পণ্যের সঙ্গে এসব অবৈধ পণ্য দেশের ভেতরে পরে পাচার করা হচ্ছে।
গুদামগুলো ঝুঁকিপূর্ণ ও অবৈধ হলেও প্রশাসনের কোনো তদারকি নেই বলে অভিযোগ রয়েছে।
এবিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ জানান, অবৈধ পণ্য গুদাম নির্মাণ বন্ধে পৌর মেয়রকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অবৈধ পণ্যের গুদামগুলো যেহেতু বেনাপোল পৌরসভার মধ্যে অবস্থিত, তাই, পৌর কর্তৃপক্ষের ভূমিকা বেশি প্রয়োজন।
এ ব্যাপারে বেনাপোল ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘বাড়িতে এবং আশেপাশে পণ্য গুদাম নির্মাণ করা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে কেমিক্যাল গুদামের ক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। সে বিষয়টি গুরুত্ব না দিয়ে একের পর এক অবৈধ পণ্য গুদাম নির্মাণ করে আমদানিকারকদের কাছে ভাড়া দেওয়া হচ্ছে।‘
এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন বলেন, ’ব্যবসায়ীদের সচেতনতার অভাবে অবৈধ পণ্যগুদাম নির্মিত হয়েছে। পৌরসভা ঘোষণার আগে এসব গুদাম গড়ে উঠেছে। বেনাপোল তখন ইউনিয়ন পরিষদের অধীনে ছিল। পৌরসভা গঠনের পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনবসতিপূর্ণ এলাকা থেকে গুদামগুলো সরিয়ে বাইপাস সড়কে স্থানান্তর করার একটি সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হয়েছে। এ বিষয়ে বাড়ির মালিকদের নোটিশ দেওয়া হবে।‘