ভারতের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রণব মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
রোববার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি খুবই আনান্দিত। তার মতো বিদ্বান, জ্ঞানী এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তি বিশ্বের বৃহত্তম দেশ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এ পদের মর্যাদা আরো বাড়লো।”
এরশাদ আশা প্রকাশ করেন, এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
ভারতের নতুন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন জাপা চেয়ারম্যান।