রাষ্ট্রদ্রোহের ঝুঁকি: বিশেষ ইসলামি সম্মেলন ডাকছে সৌদি আরব

রাষ্ট্রদ্রোহের ঝুঁকি: বিশেষ ইসলামি সম্মেলন ডাকছে সৌদি আরব

মুসলিম রাষ্ট্রগুলোতে ‘রাষ্ট্রদ্রোহের’ ঝুঁকির ব্যাপারে আলোচনা করতে আগামী মাসে মুসলিম নেতাদের নিয়ে এক বিশেষ সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে সৌদি আরব।

সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সালের বরাত দিয়েছে জানিয়েছে, মুসলিম বিশ্ব বিভক্তি এবং রাষ্ট্রদ্রোহের ঝুঁকির মধ্যে নিপতিত, এমন একটি নাজুক সময়ে বাদশাহ আবদুল্লাহ ঐক্য ধরে রাখতে  ‘একটি অনন্য সাধারণ ইসলামি ঐক্য’ সম্মেলনের ডাক দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ আবদুল্লাহর ইচ্ছা, সম্মেলনটি আগামী আগস্টের মাঝামাঝি অনুষ্ঠিত হোক। মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ চেতনা আরো শক্তিশালী করতে তিনি এ সম্মেলনের আয়োজন করতে চান।

তবে সম্মেলনের বিস্তারিত আলোচ্যসূচির ব্যাপারে কিছু জানানো হয়নি।

এ ঘোষণার তাৎপর্যপূর্ণ দিক হলো- সিরিয়াজুড়ে সহিংসতা এখন নতুন মাত্রায় শুরু হয়েছে। সম্প্রতি বিদ্রোহীদের হামলায় সরকারের শীর্ষস্থানীয় চার ব্যক্তি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহী দমন অভিযান শুরু করেছেন।

বিদ্রোহীদের হিসাবে ২০১১ সালের মার্চে সিরিয়াতে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় এখন পর্যন্ত ১৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

সৌদি আরবসহ উপসাগরীয় অন্য সুন্নি রাষ্ট্রগুলো সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়ে যাচ্ছে।

এর প্রেক্ষিতে রোববার সৌদি বাদশাহর পক্ষ থেকে ইসলামি সম্মেলন আয়োজনের ঘোষণা এল।

একই সঙ্গে পৃথক একটি বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি সরকার ‘সিরীয় ভাইদের’ জন্য একটি দুর্যোগকালীন তহবিল সংগ্রহের জন্য প্রচারণা শুরুরও আহ্বান জানিয়েছে। আগামী সোমবার থেকে এ প্রচারণা শুরু হবে।

সৌদি আরবের সব অঞ্চল থেকে অনুদান গ্রহণ করা হবে। সেই সঙ্গে সৌদি জনগণকে এ দানে অংশ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আন্তর্জাতিক