প্রবল বর্ষণে বিপর্যস্ত বেইজিং, ১০ জনের প্রাণহানি

প্রবল বর্ষণে বিপর্যস্ত বেইজিং, ১০ জনের প্রাণহানি

শনিবার রাতভর প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের রাজধানী বেইজিং। এখন পর্যন্ত পাওয়া খবরে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১০ জন। রাজধানীর প্রধান বিমান বন্দরে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত শনিবার বিকেল থেকে শুরু হয়ে রাত ভর প্রবল বৃষ্টিতে রাজধানীর রাস্তাঘাট প্লাবিত হয়েছে। অনেক ভবনের ছাদ ধসে, বজ্রপাতে এবং বিদ্যুতের লাইন ভেঙে নিচে পড়ে যাওয়ার কারণে বিদ্যুতায়িত হয়ে অনেকে প্রাণ হারিয়েছে।

রাজধানীর বাইরে শাঙ্কসি প্রদেশে একটি ট্রাক পানির প্রবল স্রোতের তোড়ে রাস্তা থেকে নদীতে ভেসে গেলে চার জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।

অপরদিকে সিচুয়ান প্রদেশে ভূমিধসে মারা গেছে আরো ছয় জন।

বেইজিং নিউজ জানিয়েছে, প্রধান বিমানবন্দরের পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের ফাংশান জেলায় ৪৬০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। রাজধানীসহ গড় বৃষ্টিপাত হয়েছে ১৭০ মি.মি। গত ৬০ বছরের মধ্যে শনিবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

সিনহুয়া আরো জানিয়েছে, ফাংশান জেলায় বাইরের প্রায় সাড়ে ১৪ হাজার অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া আরো খারাপের দিকে যেতে এবং সাথে প্রবল ঝড়োহাওয়া থাকতে পারে বলে বেইজিং নগর প্রশাসনের ওয়েবসাইটে আশঙ্কা করা হয়েছে।

আন্তর্জাতিক