বিশেষ অর্থনৈতিক অঞ্চল চাইলেন ভারতীয় ব্যবসায়ীরা

বিশেষ অর্থনৈতিক অঞ্চল চাইলেন ভারতীয় ব্যবসায়ীরা

বাংলাদেশে সফররত ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রতিনিধি দলের প্রধান আদি গোদরেজ বলেছেন, আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসিজেড) কথা বলেছি। তবে এর জন্য কোন নির্দিষ্ট সময় বেধে দেইনি। এ ধরনের অর্থনৈতিক এলাকা বিনিযোগের জন্য সাহায্য করবে। এটা ফলোআপের ব্যাপারে আরেকটি ভারতীয় টিম আসবে। সরকারের পক্ষ থেকে ভালো সাড়া পেয়েছি। আমরা এই মিশনকে সফল মনে করি।

রোববার বিলে রাজধানীর সোনারগাঁও হোটেলের সুরমা রুমে ভারতীয় ব্যবসায়ী মিশনের ব্যপারে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মিশন প্রধান হিসেবে তিনি এসব কথা বলেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসিআই)সভাপতি আবদুল মাতলুব আহমাদ, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির মহপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জী।

গোদরেজ বলেন, আমরা আইটি, শিক্ষা, অবকাঠামো, স্বাস্থসেবা, কনজ্যুমার প্রডাক্ট, সার সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছি। অনেক ব্যবসায়ীদের সাথে আমাদের দ্বিপাক্ষিক কথা হয়েছে। আমরা তাদের প্রস্তাব বিবেচনা করে পরবর্তীতে চুক্তি করবো। আমরাও বাংলাদেশি ব্যবসাযীদের আমাদের দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছি।

ভারতীয় এই ব্যবসায়ী নেতা বলেন,, বাংলাদেশে ন্যাচারাল গ্যাস সরকারের জন্য রিজার্ভ আছে। এটা ওপেন করলে আরও বিনিয়োগের সুযোগ আছে। বাংলাদেশে পণ্য তৈরি করে বাংলাদেশের বাজার ও বাংলাদেশের নিকটবর্তী ভারতীয় এলাকাতে শুল্কমুক্তভাবে পণ্য বিক্রি করার সুযোগ দিতে হবে। ভারতে কিন্ত বাংলাদেশ শুল্কমুক্ত রপ্তানী সুবিধা পায়।তাই বাংলাদেশের কাছে আমরা এই সুবিধা চাইছি।

তিনি বলেন, বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে আমাদের ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে। তিনি বলেছেন দুইমাস পর বাংলাদেশি একটি প্রতিনিধিদল ভারত সফরে যাবে। আশাকরি তখন আরও বিনিয়োগের পথ প্রশস্ত হবে। আসলে এবার নতুন কোন কোম্পানি বিনিয়োগ করেনি। যেসব কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতো তারা তাদের ব্যবসাকে আরও প্রসারিত করেছে।

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র (আইবিসিসিআই) প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ বলেন, গ্যাস ও জমি না দেবার কারণে ১৫০ বিলিয়ন ডলারের দুটি ভারতীয় বিনিয়োগ প্রস্তাব চলে গেছে। এর মধ্যে কুমিল্লায় প্যাকেজিং সেক্টরে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব ছিলো। তবে সৌরশক্তি আর নবায়নযোগ্য শক্তি সেক্টরে অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। তারা সার তৈরিতেও বিনিযোগে সম্মত হয়েছে। এই সফরের মাধ্যমে প্রায় সব সেক্টরে বড় ধরনের বিনিযোগের সম্ভাবনা তৈরি হয়েছে।

অর্থ বাণিজ্য