শিল্প মন্ত্রণালয় ২০১১-১২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পগুলোর ৯৯ দশমিক ২৩ শতাংশ ব্যয় করেছে।
রোববার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০১১-১২ অর্থ বছরের এডিপি’র বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় এ তথ্য জানান শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
মন্ত্রণালয়ের ৬টি সংস্থার ২৯টি প্রকল্পের বিপরীতে মোট ৭৮৫ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দ ছিলো। এরমধ্যে রাজস্বখাতে (জিওবি) বরাদ্দের পরিমাণ ২২২ কোটি ৫৮ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য খাতে বরাদ্দের পরিমাণ ছিলো ৫৬৩ কোটি ৮৯ লাখ টাকা। বরাদ্দকৃত অর্থের মধ্যে সদ্য সমাপ্ত অর্থ বছরে মোট ৭৭৯ কোটি ৬৯ লাখ টাকা খরচ হয়েছে।
সভায় শিল্পমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের আর্থিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, এর ধারাবাহিকতা অব্যাহত রেখে ভবিষ্যতে দ্রুততম সময়ের মধ্যে বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে হবে।
একই সঙ্গে তিনি প্রকল্পের অর্থ খরচ ও বাস্তবায়নের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় শিল্পসচিব কেএইচ মাসুদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কর্পোরেশন ও সংস্থার প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।