ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. ফরহাদ হাছান চৌধুরী মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, এর আগে ওই রোগী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি খুলনা থেকে এসেছেন।
ফরহাদ হাছান বলেন, সপ্তাহ খানেক আগে ওই লোক করোনার পরবর্তী জটিলতা নিয়ে আমাদের ইউনিটে ভর্তি হন। উনার মাথাব্যথা, সাইনোসাইটিস এবং ডানচোখে দেখতে সমস্যা হচ্ছিল। আমি তাকে ফাঙ্গাল ইনফেকশন সন্দেহ করি এবং নাক কান গলা বিভাগের সহযোগীতা নিয়ে সাইনাস অপারেশন করি। তারপর সেখানকার নমুনা নিয়ে ফাঙ্গাস টেস্ট করতে দিই। রোগীর হিস্টোপ্যাথলজি, মাইক্রোস্কপি আর কালচার তিনটাতেই মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আমরা ভর্তি ওই রোগীকে চিকিৎসা দিচ্ছি। তবে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।