সংক্রমণ কমায় ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিধিনিষেধ শিথিল করছে সরকার। ১৭ ই জুন থেকে ওড়িশা রাজ্যে লকডাউনও তুলে নেয়া হবে।
দিল্লির বিধিনিষেধ শিথিল করা হলেও তেলেঙ্গানা, ঝাড়খন্ড ও নাগাল্যান্ডে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন থাকবে বলে জানানো হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার পর্যন্ত দশ লাখ ২৬ হাজারের বেশি করোনা রোগী চিকিৎসাধীন। এ পর্যন্ত মারা গেছে তিন লাখ ৭৪ হাজার ২২৬জন। মোট শনাক্ত দুই কোটি ৯৫ লাখ ছয় হাজারের বেশি। এদিকে প্রায় দশ মাস পর বিশ্বে করোনা শনাক্ত তিন লাখের নিচে নেমেছে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত দুই লাখ ৯৪ হাজারের বেশি। একদিনে মারা গেছে ছয় হাজার তিনশ ২৩ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মোট মৃত্যু ৩৮ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে।