মিছিলে মিছিলে উৎসবের আমেজ

মিছিলে মিছিলে উৎসবের আমেজ

জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে একের পর এক মিছিল যাচ্ছে সোহরায়ার্দী উদ্যানে স্থাপিত শিখা অনির্বাণ অভিমুখে। কারো হাতে প্ল্যাকার্ড, কারো হাতে ফেস্টুন। ব্যান্ড পার্টিও আছে কারো কারো। সব মিলিয়ে দারুণ উৎসবমুখর পরিবেশ।

জনসভা মঞ্চ অভিমুখে যেতে দেখা গেলো বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, মুক্তিযোদ্ধা জনতা লীগ, বিসিআইসি কর্মচারী লীগ, বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ, বাংলাদেশ তৃণমূল হকার্স লীগ, মহিলা শ্রমিক লীগ, বাপেক্স কর্মচারী শ্রমিক লীগ ইত্যাদি সংগঠনের মিছিল।

এছাড়া ওয়ার্কার্স পার্টি, গণঐক্য পার্টি ইত্যাদির দলের মিছিল গেছে মহাজোটের জনসভায়।

এদিকে প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংগতি সমাবেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাব্যর্ত চট্টগ্রাম জনসংগতি সমিতি (সমিতি)। দীপায়ন খিসার নেতৃত্বে কার্জন হল থেকে তাদের মিছিল প্রেসক্লাবে আসে।

এছাড়া আরো অনেক সংগঠনকেই মহাজোটের সমাবেশ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির সঙ্গে সংগতি প্রকাশ করতে দেখা গেছে।

বাংলাদেশ শীর্ষ খবর