এসএনসি লাভালিনের বাংলাদেশ প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদের পর এবার অপর চারটি পরামর্শক প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রতিনিধিসহ মোট ১২ জনকে আজ রোববার থেকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের একজন উর্ধতন কর্মকর্তা বাংলানিউজকে জানান, পদ্মাসেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগের বিষয়ে আজ রোববার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন ৩ জন করে চারটি পরামর্শক প্রতিষ্ঠানের ১২ জনকে জিজ্ঞসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন।
চলতি মাসের ১২ জুলাই এ সংক্রান্ত তদন্ত কমিটির প্রধান ও দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত নোটিস প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছিল। নোটিসে তাদের ২২,২৩,২৪ ও ২৫ তারিখে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। প্রতিদিন একটি প্রতিষ্ঠানের তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তলব করা চারটি প্রতিষ্ঠান হচ্ছে-যুক্তরাজ্যের প্রতিষ্ঠান হালক্রো গ্রুপ, নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান একম এ্যান্ড এজেডএল, জাপানের ওরিয়েন্টাল কনসালট্যান্ট কোম্পানি লিমিটেড এবং যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের জয়েন্ট ভেনচার কোম্পানি হাইপয়েন্ট রেলেন্ড। তদন্তের স্বার্থে তলব করা কর্মকর্তাদের নাম প্রকাশ করেনি দুদক।
এ চার পরামর্শক প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রতিনিধি ও কর্মকর্তাদের তলব করার কারণ জানতে চাইলে নাম না প্রকাশ করার শর্তে দুদকের অন্যতম শীর্ষ একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, অভিযোগ রয়েছে, এসএনসি লাভালিনের কাছে তৎকালীন যোগাযোগমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে।
যদি অভিযুক্তরা ঘুষ দাবি করেন তাহলে তারা অপর চারটি প্রতিষ্ঠানের কাছে ঘুষ চেয়েছেন কিনা সে বিষয়টি জানতে এ চারটি প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রতিনিধিদের ডাকা হয়েছে।
প্রসঙ্গত, পদ্মাসেতু প্রকল্পে ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি মূল্যায়ন কমিটি পরামর্শক হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানের নাম সুপারিশ করেছিল।
এর প্রথমটি ছিল এসএনসি লাভালিন। অন্যগুলো হলো- যুক্তরাজ্যের প্রতিষ্ঠান হালক্রো গ্রুপ ইউকে, নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান একম অ্যান্ড এজেডএল, জাপানের ওরিয়েন্টাল কনসালট্যান্ট কোম্পানি লিমিটেড এবং যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের জয়েন্ট ভেনচার কোম্পানি হাইপয়েন্ট রেলেন্ড।
এর মধ্যে এসএনসি লাভালিনকে সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচনায় নিয়ে অনুমোদনের জন্য বিশ্বব্যাংকের কাছে পাঠানো হয়। এরপরই এ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এবং বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার সহায়তা স্থগিত করে।
চলতি বছরের এপ্রিলে বিশ্বব্যাংক পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ তুললে এ নিয়ে দুদক তদন্ত শুরু করে।
দুদকের তদন্ত শেষ করার আগেই বিশ্বব্যাংক ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে। বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করলেও এ সংক্রান্ত বিষয়ে দুদকের অনুসন্ধান চলবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।
পদ্মাসেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাতীয় সংসদের হুইপ নূরে আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী এবং এসএনসি লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি জিয়াউল হককে।
এছাড়া সেতু বিভাগের তিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ ও সহকারী প্রকৌশলী মো. গোলাম মর্তুজাকেও জিজ্ঞাসাবাদ করা হয়।