‘বিশ্বব্যাংকের ঋণ প্রত্যাহারে যারা খুশি হয়েছেন, তারা দেশের ভালো চান না

‘বিশ্বব্যাংকের ঋণ প্রত্যাহারে যারা খুশি হয়েছেন, তারা দেশের ভালো চান না

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, পদ্মাসেতু থেকে বিশ্বব্যংকের ঋণ সরিয়ে নেওয়াতে যারা খুশি হয়েছেন, তারা এ দেশের ভালো চান না। তারা দেশের বন্ধু নন।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘দেশের টাকায় পদ্মাসেতু নির্মাণ-বিএনপির হিংসাত্মক ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধাভন অতিথির বক্তব্যে এ কথা বলেন ম খা আলমগীর।

তিনি বলেন, পদ্মাসেতুতে বিশ্বব্যাংক ঋণ না দেওয়ায় যারা উল্লসিত হন, আনন্দ পান, তারা দেশের ভালো চান না। যারা জনগণের স্বার্থ বিঘ্নিত হলে আনন্দ পান, তারা কখনোই ক্ষমতায় যেতে পারবেন না।

তাজউদ্দিন আহমেদকে স্মরণ করে তিনি বলেন, দেশের স্বার্থ উপেক্ষা করে তিনি কখনো কোনো দলের স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেননি। তিনি এক অনন্য রাজনৈতিক প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।

তাজউদ্দিন বঙ্গবন্ধু বলার সঙ্গে সঙ্গে পদত্যাগ করেন, কিন্তু বঙ্গবন্ধু ও দলকে ঠিকই ভালোবেসে গেছেন।

সভার মূল বক্তা ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, তাজউদ্দিন আহমেদের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় তৎকালীন পাকিস্তান সরকার। এছাড়াও ৬ দফাকে সাংবিধানিক
পর্যায়ে আলাপ-আলোচনার ভিত্তিও তৈরি করেছিলেন তিনি।

আওয়ামী লীগের বিশেষ বিশেষ সময়ে বিশেষ ভূমিকা পালন করেছেন তাজউদ্দিন।

সভায় আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হেদায়েতউল্লাহ, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম প্রমুখ।

রাজনীতি