নিম্নআয়ের মানুষের জন্য কম দামে ভোগ্যপণ্য বিক্রি শুরু

নিম্নআয়ের মানুষের জন্য কম দামে ভোগ্যপণ্য বিক্রি শুরু

রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য কম দামে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই)।

শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের চেম্বার হাউসের সামনে সিসিসিআই’র ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ও চেম্বারের বিদায়ী সভাপতি এমএ লতিফ।

তিনি বলেন, চট্টগ্রাম চেম্বার ব্যবসা-বাণিজ্য ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদানের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণেও কাজ করছে। রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ব্যাপারটা দুঃখজনক। ধনী-গরিবের বৈষম্যের বিস্তর ফারাক। তা দূর করতে, দরিদ্র মানুষের সেহেরি ও ইফতার গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী হতে হবে। চেম্বারের মতো প্রতিটি ব্যবসায়ী পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়ে এগিয়ে আসতে হবে।

সরকার একার পক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে সাংসদ লতিফ বলেন, মুষ্টিমেয় কিছু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির কারসাজিতে লিপ্ত। এসব ব্যবসায়ী রমজান মাসকে অসহনীয় করে তোলেন। চিটাগাং চেম্বার প্রতি বছরের মতো এবারও ভর্তুকিমূল্যে ২৫ রমজান পর্যন্ত ভোগ্যপণ্য বিক্রি করবে। আরও ২টি আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে।

তিনি বিত্তশালী ও সামর্থ্যবান ব্যবসায়ীদের রমজানে গরিব-দুঃখী-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, প্রতি বছর রমজানে চট্টগ্রাম চেম্বারের নিজস্ব উদ্যোগে ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হয়। এবার চাল ও চিনি বিক্রির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। আগামী দিনে ভোক্তাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন পণ্য যুক্ত হবে।

চেম্বার সচিব ওসমান গনি চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বারের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিসিসিআই’র আউটলেটে প্রতি কেজি সিদ্ধ চাল ১৮ টাকা, আতপ চাল ২০ টাকা ও চিনি ৪৫ টাকা বিক্রি হচ্ছে।

বেলা সাড়ে ১১টায় সিএমসিসিআই কার্যালয়ের সামনে গরিব ও দুস্থ মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক ও সিএমসিসিআই’র পরিচালক এমএ মালেক। এ সময় সিএমসিসিআই’র সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি এম মাহবুব চৌধুরী, পরিচালক আমিনুজ্জামান ভূঁইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএমসিসিআই’র আউটলেটে প্রতিকেজি আতপ চাল ২০ টাকা, চিনি ৪৫ টাকা, ২৬০ টাকায় ২ লিটার সয়াবিন (মুসকান) বিক্রি করা হচ্ছে।

রমজান মাসে দরিদ্র জনগণের সুবিধার্থে ভর্তুকি দিয়ে এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সিএমসিসিআই’র সভাপতি খলিলুর রহমান।

প্রথম দিনেই ভালো সাড়া মিলেছে দু’টি প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্রে।

আগ্রাবাদের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী আমান উল্লাহ কিনেছেন ২ কেজি চিনি। হাসিমুখে তিনি বলেন, ‘‘গত বছরের মতো এবার চিনির সংকট না হলেও বাজার থেকে অন্তত ১০ টাকা কমে পেয়েছি। তাই ২ কেজি কিনে নিলাম। চিনির দানাগুলো শুকনো, ঝরঝরে এবং মোটা।’’

অর্থ বাণিজ্য