জিবিবি পাওয়ারের ২২ শতাংশ দরপতন

গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ার কোম্পানির শেয়ারের সর্বোচ্চ ২২ দশমিক ৩৮ শতাংশ কমে টপ টেন ক্ষতিগ্রস্তের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে এ কোম্পানির মোট ৪ কোটি ৪৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা দৈনিক গড় দাঁড়ায় ৮৯ লাখ ৭৫ হাজার ৮শ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১২ সালে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ২০০টিতে।

গত বৃহস্পতিবার এ কোম্পানির বাজার মুলধন দাঁড়ায় ১৪৪ কোটি ৩৩ লাখ টাকা, অনুমোদিত মুলধন ৮০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ১ হাজার ৫১ কোটি টাকা।

বাজারে এ কোম্পানির মোট ৫ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯৯০টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫০ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৮৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৬ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, এ কোম্পানিটি বাজারে ২ কোটি ৫ লাখ শেয়ার ছেড়ে মোট ৮২ কোটি টাকা সংগ্রহ করে। আইপিওর মাধ্যমে বিক্রির জন্য কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ৩০ টাকা প্রিমিয়ামসহ মোট ৪০ টাকা গ্রহণ  করে।

সর্বশেষ ২০১০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী, জিবিবি পাওয়ার কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮৩ পয়সা,   শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ২২ টাকা ৫২ পয়সা।

সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- জিবিবি পাওয়ার ২২ দশমিক ৩৮ শতাংশ দাম কমে, প্রাইম ইসলামী লাইফ ১২ দশমিক ৪২ শতাংশ, মডার্ন ডায়িং ৯ দশমিক ৭১ শতাংশ, মুন্নু স্ট্যাফলার্স ৯ দশমিক ১৫ শতাংশ, আইপিডিসি ৭ দশমিক ৬৫ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ৭ দশমিক ২৬ শতাংশ, বিআইএফসি ৬ দশমিক ৮৩ শতাংশ, সিএমসি কামাল ৬ দশমিক ৮৩ শতাংশ, মিথুন নিটিং ৬ দশমিক ৬৯ শতাংশ এবং বিচ হ্যাচারি ৬ দশমিক ১৬ শতাংশ।

অর্থ বাণিজ্য