শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এগিয়ে ভারত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এগিয়ে ভারত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে সফরকারী ভারত। শনিবার প্রথম ম্যাচে লঙ্কানদের ২১ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ধোনি বাহিনী।

ভারত ইনিংস- ৩১৪/৬  (৫০ ওভার)
শ্রীলঙ্কা ইনিংস- ২৯৩/ ৯ (৫০ ওভার)
ফল: ভারত ২১ রানে জয়ী।

মাহিন্দা রাজাপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলপতি মহেন্দ্র সিং ধোনি। মাত্র ৭ রানেই ওপেনার গৌতম গম্ভীর (৩) সাজঘরে ফিরলেও দ্বিতীয় উইকেটে বীরেন্দ্র শেবাগ ও বিরাট কোহলির ১৭৩ রানের জুটির সুবাদে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে ভারত। কোহলি শতকের দেখা পেলেও অল্পের জন্য বঞ্চিত হন শেবাগ।

১১৩ বলে নয় চারের সাহায্যে ১০৬ রান করেন কোহলি। অন্যদিকে শেবাগ ৯৭ বলে ১০ বাউন্ডারির সাহায্যে করেন ৯৬ রান। এছাড়া সুরেশ রায়নার ব্যাট থেকে আসে ৫০।

৭০ রান খরচে তিনটি উইকেট পান থিসারা পেরেরা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে তিলকারতেœ দিলশানের উইকেটটি হারালেও কুমার সাঙ্গাকারার শতকে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে শ্রীলঙ্কা। তবে ইরফান পাঠান ও রবিচন্দ্রণ অশ্বিনের হিসেবী বোলিংয়ে শেষ পর্যন্ত ২৯৩ রান পর্যন্ত যেতে সক্ষম হয় স্বাগতিকরা।

১৫১ বলে ১২টি চারের সাহায্যে ১৩৩ রান করেন সাঙ্গাকারা। এছাড়া থিসারা পেরেরা করেন ৪৪।

পাঠান, অশ্বিন ও উমেশ যাদব প্রত্যেকেই দুটি করে উইকেট নেন। ১০ ওভার বোলিংয়ে পাঠান ৩৭ ও অশ্বিন ৪৬ রান দিলেও উমেশ ছিলেন বেহিসেবী। তিনি দেন ৭৬ রান। অন্যদিকে ৬৩ রান খরচে এক উইকেট পান জহির খান।

ম্যাচ সেরা বিবেচিত হন বিরাট কোহলি।

খেলাধূলা