নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’-ই ছিল তার জীবনের শেষ চলচ্চিত্র নির্মাণ। এ চলচ্চিত্রটির একটি প্রদর্শনী দেখতে তিনি গত মে মাসে নিউইয়র্কে চিকিৎসারত অবস্থায় ঢাকায় আসেন। আর সেই চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানটিই ছিল তার জীবনের শেষ অনুষ্ঠান।
বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে কাছের মানুষদের নিয়ে হুমায়ূন আহমেদ দেখেছিলেন তার নির্মিত সর্বশেষ ছবি ‘ঘেটুপুত্র’ কমলা। সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছিলেন, স্মৃতিচারণ করেছিলেন। সেটাই ছিল তার শেষ বক্তব্য ও স্মৃতিচারণ। এসব স্মৃতিকথা নিয়ে চ্যানেল আই একটি তথ্যচিত্র নির্মাণ করেছে। প্রচার হবে ২২ জুলাই রোববার রাত এগারটা ২০ মিনিটে।
এছাড়াও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে চ্যানেল আই ২২ জুলাই রোববার প্রচার করবে বিশেষ বিশেষ অনুষ্ঠানমালা। সকাল সাড়ে ৮টায় প্রচার হবে নন্দিত এই কথাসাহিত্যিকের গান ও স্মৃতিকথা নিয়ে অনুষ্ঠান গানে গানে ‘সকাল শুরু’-এর বিশেষ পর্ব। বলা সাড়ে বারটায় ‘সিটিসেল তারকাকথন’ অনুষ্ঠানে প্রচার হবে হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয়শিল্পীদের অংশগ্রহণে স্মৃতিকথা। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অনন্যা রুমা। বেলা ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানের পুরোটা জুড়ে থাকবে হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্রের গান পরিবেশন।