টঙ্গিতে নারী ও শ্রমিকের লাশ উদ্ধার

সদর উপজেলার টঙ্গিতে শুক্রবার পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে।

টঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাত ৯টার দিকে দত্তপাড়া সংলগ্ন গাজীবাড়ি এলাকায় যুবদল নেতা দিপু মিয়ার বাসা থেকে তার স্ত্রী শান্তা আক্তারের (২২) লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

অপরদিকে একইদিন বিকেলে টঙ্গির জাবের অ্যঅন্ড জোবায়ের নামে শিল্প প্রতিষ্ঠান থেকে  শ্রমিক এরশাদ হোসেনের (২৫) লাশ উদ্ধার হয়।

পুলিশের জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাবার নাম আফজাল হোসেন। বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বারকোনা গ্রামে।

অন্যান্য