ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযাগী সংগঠন কৃষক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলে এ কমিঠি গঠন করা হয়।
নব গঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোতাহার হোসেন মোল্লা ও অ্যাডভোকেট শামসুল হক রেজা।
মোতাহার হোসেন মোল্লা সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এবং শামসুল হক রেজা যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন (কাউন্সিল) শেষে কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এর আগে দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষক লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।