প্রকৌশলীদের নিয়ে লাফার্জ সুরমা সিমেন্টের কর্মশালা

প্রকৌশলীদের নিয়ে লাফার্জ সুরমা সিমেন্টের কর্মশালা

প্রকৌশলীদের নিয়ে বুধবার “ক্রিয়েটরস হু ড্রিম লার্জ” শীর্ষক যৌথ উদ্যোগের এক শিক্ষামুলক কর্মশালা আয়োজন করে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। প্রোগ্রামটির উদ্দেশ্য হল নির্মাণ শিল্প ভিত্তিক জ্ঞান ও দক্ষতা আদান প্রদানের মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাময়তাকে আরও সমুজ্জ্বল করে তোলা।

“কংক্রিট ফর ড্যুরাবেল কনসট্রাকশন” শীর্ষক কর্মশালাটি পরিচালনা করেন অতিথি বক্তা হিসেবে আগত দেশখ্যাত কংক্রিট বিশেষজ্ঞ ও বুয়েটের প্রাক্তণ অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া।

প্রফেসর বসুনিয়া বলেন, “আমাদের দেশে এরকম উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় যেখানে প্রকৌশলীরা একে অন্যের সঙ্গে অভিজ্ঞতা আদান প্রদান করতে পারবেন এবং এর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন- যার মাধ্যমে আধুনিক বাংলাদেশের নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে।”
অনুষ্ঠানটি উদ্বোধন করেন লাফার্জ সুরমা সিমেন্ট এর ফাইন্যান্স ডিরেক্টর মাসুদ খান। লাফার্জের বিভিন কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি কিভাবে পেশাজীবী প্রকৌশলীদের সাহায্য করতে পারবে তিনি সেই ব্যাপারে জোর দেন।

তিনি বলেন, “বাংলাদেশের নির্মাণ শিল্পের উন্নয়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা আমাদের বিশ্বনন্দিত প্রযুক্তিগত দক্ষতা ও দেশীয় প্রকৌশলীদের পারদর্শিতার সমন্বয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে সক্রিয় অবদান রাখতে চাই। এ উদ্যোগের আওতায় বছরজুড়ে বেশ কয়েকটি কর্মশালা আয়োজিত হবে যেখানে নির্মাণ শিল্পের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা হবে। ”

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিটিআই লিমিটেড, বে ডেভেলপমেন্ট, ডমিনো, এএনজেড প্রপার্টিজ ও ট্রাস্ট অ্যালায়েন্স এর মতো প্রথিতযশা রিয়েল এস্টেট গুলোর প্রকৌশলীরা। এসব পেশাজীবীর জন্য এটি একটি উন্নত সমমানের উদ্যোগ। এ কর্মশালাটিতে শুধু প্রফেসর বসুনিয়ার কংক্রিট সম্পর্কিত বক্তব্য থেকে জ্ঞান আহরণই নয় বরং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন প্রকৌশলীরা।

লাফার্জ এবং সিমেন্টোস মলিনস এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। নির্মাণ শিল্পে বিশ্বে অগ্রণী প্রতিষ্ঠান লাফার্জ ১৭৬ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন। পারিবারিক সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান সিমেন্টোস মলিনস একটি স্প্যানিশ প্রতিষ্ঠান যাদের কার্যক্রম পরিচালানার অভিজ্ঞতা ৮০ বছরেরও অধিক। স্পেন ছাড়াও প্রতিষ্ঠানটি বাংলাদেশ, আর্জেন্টিনা, উরুগুয়ে, মেক্সিকো, তিউনিশিয়ায় কর্মকাণ্ড পরিচালনা করে।

 

অর্থ বাণিজ্য