সম্পদমূল্যের নিচে মিউচ্যুয়াল ফান্ড

বিশ্বের সব পুঁজিবাজারে বিনিয়োগের নিরাপদ উপায় হিসেবে মিউচ্যুয়াল ফান্ড বেছে নেওয়া হয়। কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে পতনের ধারাবাহিকতা অব্যাহত থাকার কারণে রক্ষা পাচ্ছেন না মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগকারীরাও।

মিউচ্যুয়াল ফান্ড দক্ষ ব্যবস্থাপকদের মাধ্যমে পরিচালিত হওয়ার কারণে এগুলোতে ঝুঁকি নেই। বাংলাদেশের মিউচ্যুয়াল ফান্ডগুলোর ব্যবস্থাপকেরাও এ দিক থেকে সঠিক কাজ করেছেন। অর্থাৎ বিনিয়োগকারীদের কাছে ইউনিট বিক্রির মাধ্যমে সংগৃহীত অর্থ সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছে।

বর্তমানে পুঁজিবাজারে মোট ৪১টি মিউচ্যুয়াল ফান্ড রয়েছে। এর মধ্যে ৯টি মিউচ্যুয়াল ফান্ড ব্যাতীত সবগুলোরই লেনদেন হচ্ছে অভিহিত মূল্যের নিচে। আর শেয়ারপ্রতি সম্পদমূল্যের নিচে লেনদেন হচ্ছে সবগুলো মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

প্রাপ্ত তথ্যমতে, ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ারের বিপরীতে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৪.৫০ টাকা। এই মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি ইউনিট সর্বশেষ লেনদেন হয়েছে ৮.৭ টাকায়।

এছাড়া প্রথম বাংলাদেশ শিল্পঋণ সংস্থা মিউচ্যুয়াল ফান্ডের এনএভি ১৭৪.৩৮ টাকা, আর প্রতিটি ইউনিট লেনদেন হচ্ছে ৭৫.৫ টাকায়। তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের এনএভি ২২০.৮০ টাকা, ইউনিট লেনদেন হচ্ছে ১৫০ টাকায়।। চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের এনএভি ২৩৮.৪৭ টাকা, ইউনিট লেনদেন হচ্ছে ১৪৪ টাকায়। ৬ষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের এনএভি ৮১.৫৭ টাকা, ইউনিট লেনদেন হচ্ছে ৪৮ টাকায়। এইমস প্রথম মিউচ্যুয়াল ফান্ডের এনএভি ৪৬.৪০ টাকা, ইউনিট লেনদেন হচ্ছে ৩১ টাকায়।

এভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি মিউচ্যুয়াল ফান্ডই সম্পদমূল্যের নিচে লেনদেন হচ্ছে। এর মূলে বাজার মন্দা থাকলেও শেয়ারপ্রতি সম্পদমূল্যের নিচে মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষকেরা। তাদের মতে, একটি মিউচ্যুয়াল ফান্ডের মূল্যয়ন হওয়া উচিৎ এনএভি অনুসারে। কারণ একটি মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ শেষ হলে এনএভি সমপরিমাণ অর্থ ফেরত পাওয়া সম্ভব। সে হিসেবে এনএভি যত টাকা তার কাছাকাছি ইউনিট লেনদেন হওয়াটা স্বাভাবিক। কিন্তু, বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র।

তবে দীর্ঘমেয়াদে যারা বিনিয়োগ করবে তারা এসব কম মূল্যের মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভবান হতে পারবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

অর্থ বাণিজ্য