হারতে হারতে জিতেছে বাংলাদেশ

হারতে হারতে জিতেছে বাংলাদেশ

হারতে হারতে শেষে ১ রানে জিতেছে বাংলাদেশ। ১৪৭ রানের লক্ষ্য দিয়ে তা অক্ষত রাখে টান টান উত্তেজনা চড়িয়ে। ২০ ওভারের শেষ বল খেলে আয়ারল্যান্ড করে ৬ উইকেটে ১৪৫ রান।

তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি হবে শনিবার বেলফাস্টের ভেন্যুতে। মুশফিকুর রহিমদের জন্য একটা বড় খবরও আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতায় টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ঢুকে পড়েছে বাংলাদেশ। ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে।

বেলফাস্টে সিভিল সার্ভিস মাঠে প্রথম ম্যাচের মতো অতটা সহজ ছিলো না শুক্রবারের খেলা। স্বাগতিক বোলাররা রান তোলার কাজটা কঠিন করে দিয়েছিলো। নাসির হোসেন দ্রুত ৫০ রান করায় সম্মানজনক একটা স্কোর শেষ পর্যন্ত পেয়ে যায় বাংলাদেশ।

ওপেনার তামিম ইকবাল ৯ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন। এতটা রক্ষণাত্মক ব্যাটিং তামিম সচরাচর করেন না। মেরে খেলা তার স্বভাব। আত্মবিশ্বাস তুঙ্গে থাকলে আয়ারল্যান্ডের বোলারদের ওপর দিয়ে হয়তো ঝড় বয়ে দিতেন।

আগের ম্যাচে অর্ধশতক পাওয়া সাকিব আল হাসান আউট হলেন ১১ রান করে। একটু বেশি তাড়াহুড়ো করছিলেন শীর্ষ অলরাউন্ডার। যার খেসারত দিয়েছেন অ্যালেক্স কুসাকের বলে ক্যাচ তুলে। অধিনায়ক মুশফিকুর রহিম ক্রিজে এসে ব্যাটে ঝড় তুলতে গেলে ১৪ রানে বিদায় নিতে হয় রানআউট হয়ে। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ উইকেটে থাকলেন ৩ রানের জন্য। মোহাম্মদ আশরাফুল ধারার বিপরীতেই খেললেন। ম্যাক্স সরেনসেনের বল খেলতে গিয়ে ক্যাচ আউট হওয়ার আগে ৪৬ বলে ৩৮ রান করেন সাবেক অধিনায়ক। জিয়াউর রহমানের ১৪ রান হলে তাকে ফেরত পাঠান সরেনসেন। তিনিও ক্যাচ আউট।

তবে নাসির হোসেনকে কেউ আটাকাতে পারেনি। ৩৩ বলে ৪টি চার ও ২টি ছয়ের মারে কাটায় কাটায় ৫০ রান করেন অলরাউন্ডার নাসির। এই অপরাজিত ইনিংসটি টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা। আগে যে তিনটি ম্যাচ খেলেছেন তার দুটিতে ছিলেন অপরাজিত। আগের সেরা ইনিংসটি পাকিস্তানের বিপক্ষে ৩৫ রানের। মাশরাফি বিন বিন মুর্তজা ৪ বলে করেন ৫ রান। সপ্তম জুটিতে তারা দু’জন ইনিংস শেষ করে আসেন।

জয়ের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশি বোলারদের মোকাবেলা করতে যান আইরিশ ব্যাটসম্যানরা। ওপরের দিকের ব্যাটসম্যানরা যেভাবে খেলছিলেন তাতে ওই পুঁজি নিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়া সত্যিই কঠিন ছিলো বাংলাদেশের জন্য। বলতে গেলে কঠিন এক চ্যালেঞ্জ জিতেছে বাংলাদেশ। শেষ বল পর্যন্ত লড়াই করেছে আইরিশ বাহিনী। লক্ষ্যের খুব কাছে গিয়ে হেরেছে।

পোর্টারফিল্ডকে রান আউট করেছেন নাসির হোসেন। তিনি ১৪ রান করেন ১২ বলে। পল স্টারলিংকে আউট করেছেন ইলিয়াস সানি। ২০ বলে ২৬ রান তুলেছেন তিনি। ৩৭ রানে ইলিয়াস সানির দ্বিতীয় শিকার হন গ্যারি উইলসন। ইডি জয়েস মাহমুদউল্লাহকে উইকেট দেওয়ার আগে ৪৪ বলে করেন ৪১ রান। পয়েন্টারকে মাহমুদউল্লাহ ১২ রানে আটকে দিলে পরের ব্যাটসম্যানরা সফরকারী বোলারদের সঙ্গে পাল্লা দিয়ে কুলোতে পারেননি।

নাসির হোসেন ৫০ রানের অনবদ্য ইনিংস খেলায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।

 

খেলাধূলা