টি-টোয়েন্টিতে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে নেই দেখে একটা আক্ষেপ ছিলো অধিনায়ক মুশফিকুর রহিমের। আয়ারল্যান্ড সফরকে টার্গেট করেছিলেন র‌্যাঙ্কিংয়ে ঢোকার জন্য। বাংলাদেশ অধিনায়কের স্বপ্ন পূরণ হয়েছে। বাংলাদেশ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এখন ষষ্ঠ। ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে শীর্ষ ছয়ে জায়গা পেয়েছে বাংলাদেশ।

বছরে খুব বেশি টি-টোয়েন্টি খেলা হয় না বাংলাদেশের। ২০১০ সাল থেকে আট ম্যাচে ৫২৯ পয়েন্ট ও ১০৬ রেটিং করেছে। সবার ওপরে থাকা ইংল্যান্ড ২৩ ম্যাচে সংগ্রহ করেছে ১৯৫৪ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ২০ ম্যাচে ১৪৬৮, শ্রীলঙ্কা সমান ম্যাচে ১২৬৮, পাকিস্তান ৩১ ম্যাচে ২০৫৫ আর অস্ট্রেলিয়া ২৫ ম্যাচে ১৬০৩ পয়েন্ট পেয়েছে।

র‌্যাঙ্কিংয়ের এই অবস্থান ধরে রাখা এখন কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ইউরোপ সফরটা সফল ভাবে শেষ করতে পারলে হয়তো র‌্যাঙ্কিংয়ে আরও ওপরে উঠে যাবে।

খেলাধূলা