জয়ার মা দিতি!

জয়ার মা দিতি!

চলচ্চিত্রাভিনেত্রী দিতি এবার জয়া আহসানের মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। পরিচালক সাফি উদ্দিন সাফির নতুন ছবি ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেমকাহিনী’ তে দিতিকে চুড়ান্ত করা হয়েছে।

সম্প্রতি এফডিসিতে দিতির অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেন পরিচালক সাফি উদ্দিন সাফী। এই পরিচালকের নতুন ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’তে জয়া আহসানের মায়ের চরিত্রে অভিনয় করবেন দিতি। রুম্মান রশীদ খানের চিত্রনাট্য অবলম্বনে এই আলোচিত ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ১ আগষ্ট।

একসময়ের জনপ্রিয় নায়িকা পারভীন সুলতানা দিতি বর্তমানে চলচ্চিত্রে খুব কমই অভিনয় করে থাকেন। টিভিনাটকেই তাকে অভিনয় করতে বেশি দেখা যায়।

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবিতে অভিনয় প্রসঙ্গে দিতি বলেন, ছবির গল্প-চিত্রনাট্য শুনে ভালো লেগেছে, মুগ্ধ হয়েছি। ছবির কাহিনী আমাকে ঘিরে আবর্তিত হয়েছে। এ ধরনের চরিত্র আমাদের বয়সী অভিনেত্রীদের জন্য খুব একটা লেখা হয় না। ছবিতে জয়ার মা’য়ের চরিত্রটি তথাকথিত ফিল্মের মা’য়েদের চরিত্রের মত নয়। আমার এবং জয়ার সম্পর্কটা অনেকটা বন্ধুর মতই।’

দিতি জানান, আসছে আগষ্টে তিন মাসের জন্য মেয়ের কাছে কানাডা যাচ্ছেন। তার আগেই এই ছবির কাজ শেষ করবেন তিনি।

‘পূর্ণ দৈর্ঘ প্রেমকাহিনী’ ছবিতে প্রথমবার জুটিবদ্ধ হয়ে কাজ করবেন জয়া আহসান-শাকিব খান।  এতে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।

বিনোদন