যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে ফিকশন সিনেমা ব্যাটম্যানের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ সিক্যুয়েলের প্রিমিয়ার শো’তে গুলির ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো কমপক্ষে ৫০ জন।
স্থানীয় রেডিও স্টেশন কেওএ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার রাতে ডেনভারের একটি থিয়েটারে ব্যাটম্যানের ওই সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিক্যুয়েলের শো চলাকালে অজ্ঞাত পরিচয় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়।
রেডিও স্টেশনটি আরো জানায়, অরোরা শহরতলীর একটি মলে প্রদর্শনী চলাকালে গ্যাসমাস্ক পরা একজন লোক গুলি চালায় এবং টিয়ারগ্যাস বোমার বিস্ফোরণ ঘটায়।
পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন একজনকে আটক করেছে। ওই এলাকায় এখন প্রচুর পুলিশ এবং অ্যাম্বুলেন্স রয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সিনেমার প্রদর্শনী চলাকালীন তিনি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হতে দেখেছেন।
সিএনএন একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বলেছে, একজন লোককে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা গেছে। তিনি ভীড় ঢেলে পথ করে নিচ্ছিলেন এবং আকস্মিকভাবেই গুলি করতে শুরু করেন।
তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো কেউ কিছু জানাতে পারেনি।